রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশীদের ব্যাপক হারে ক্রীতদাস হিসেবে পাচার, গুমখুন ও ধর্ষণের অভিযোগ কেঁপে গিয়েছিল দুনিয়া৷ চাঞ্চল্যকর সেই মানব পাচার মামলায় থাইল্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপ্যানসহ ৪০ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ পাশাপাশি মিয়ানমার এবং বাংলাদেশের কয়েকজন নাগরিককেও দোষী সাব্যস্ত করেছে থাই আদালত৷
ঘটনায় আলোড়িত থাইল্যান্ড৷ বিবিসি এবং আল জাজিরার খবরে বলা হয়েছে, এটি দেশটির ইতিহাসে বৃহত্তম মানব পাচারবিষয়ক মামলা। নিহত শতাধিক মানুষের বেশিরভাগ বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম৷ রোজগারের তাগিদে তারা দালালদের মাধ্যমে দুর্গম পথে ভিনদেশে পাড়ি দিয়েছিলেন৷
২০১৫ সালে থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী জঙ্গলে হাজারের বেশি অপহৃতকে উদ্ধার করা হয়। এরপরই উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য৷ জানা যায়, সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছিল মানব পাচার৷ তদন্তে উঠে আসে, থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চল এলাকায় সারি সারি লাশ চাপা দেয়া গণকবর৷ চমকে গিয়েছিল আন্তর্জাতিক মহল৷ ভিনদেশে পাড়ি দেয়ার সময় মুমূর্ষু ও দুর্বলদের খুন করে কবর দেয়া হয়েছিল থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত এলাকায়৷ পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক কঙ্কাল পাচারের বিষয়টি৷
ঘটনায় আলোড়িত থাইল্যান্ড৷ বিবিসি এবং আল জাজিরার খবরে বলা হয়েছে, এটি দেশটির ইতিহাসে বৃহত্তম মানব পাচারবিষয়ক মামলা। নিহত শতাধিক মানুষের বেশিরভাগ বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম৷ রোজগারের তাগিদে তারা দালালদের মাধ্যমে দুর্গম পথে ভিনদেশে পাড়ি দিয়েছিলেন৷
২০১৫ সালে থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী জঙ্গলে হাজারের বেশি অপহৃতকে উদ্ধার করা হয়। এরপরই উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য৷ জানা যায়, সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছিল মানব পাচার৷ তদন্তে উঠে আসে, থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চল এলাকায় সারি সারি লাশ চাপা দেয়া গণকবর৷ চমকে গিয়েছিল আন্তর্জাতিক মহল৷ ভিনদেশে পাড়ি দেয়ার সময় মুমূর্ষু ও দুর্বলদের খুন করে কবর দেয়া হয়েছিল থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত এলাকায়৷ পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক কঙ্কাল পাচারের বিষয়টি৷
আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার চাপে পড়ে থাইল্যান্ড সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে৷ চালানো হয় সাঁড়াশি অভিযান৷ সেই অভিযানে আরো গণকবর মিলেছিল৷ অভিযান শেষে উঠে আসে মানব পাচারের সঙ্গে জড়িত সরকারের উচ্চপদস্থ কর্তা ও সেনা অফিসারদের জড়িত থাকার বিষয়টি৷
No comments:
Post a Comment