ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আনা হয়েছে। দাবানলের কারণে ওই অঞ্চলের লোকজন ও পর্যটকদের সরিয়ে নেয়া হয়। এদিকে কর্তৃপক্ষ নতুন করে দাবানলের শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।
বেসামরিক নিরাপত্তা কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মাইকেল বার্নিয়ার বলেন, ‘পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত কোত দ্য’আজুরের কাছের বর্মেস-লেস-মিমোসাস গ্রামের দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে আমরা বাকী প্রায় পুরো অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে নিতে পেরেছি।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের কাজ সঠিক পথে আগালেও দমকা হাওয়ার কারণে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে। দমকল কর্মীরা বলেন, কাছের বুচেস-দুরন অঞ্চলের প্রধান তিনটি দাবানল বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব দাবানলে বিশাল এলাকার জমির গাছপালা পুড়ে গেছে।
তবে কর্তৃপক্ষ গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে নতুন করে দাবানল শুরু হতে পারে বলে আশংকা এবং উচ্চ সতর্কতা জারি করেছে। এএফপি।
No comments:
Post a Comment