উত্তরসূরি নেইমারের সক্ষমতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই পেলের। তবে ফুটবল মাঠে নাটুকেপনা করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করেন দেশটির হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রত্যাশিত ছিল না নেইমারের পারফরম্যান্স। পাঁচ ম্যাচে করেন মাত্র দুই গোল। টুর্নামেন্টে বার বার ফাউলের শিকার হওয়া ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড রেফারির সহানুভূতি পেতে নাটুকেপনা করায় দারুণ সমালোচিতও হন। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ম্যাচেও পিএসজির এই তারকার আচরণের সমালোচনা করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। সমালোচনার হাত থেকে নেইমারের মুক্তি পাওয়াটা বেশ কঠিন বলে মনে করেন পেলে।
“আমি সবসময় বলেছি যে নেইমার একজন অসাধারণ খেলোয়াড় হবে। সে অন্য এক উপায়ে সামনে আসতে চেয়েছে। গোল বা সুন্দর কিছু করে নয়, না, নাটুকেপনা করে সে আলোচনায় আসতে শুরু করে। আর রেফারিদের কাজ জটিল করে তুলেছে। এ কারণেই তার ভাবমূর্তি এখন নেতিবাচক।”
“আমরা এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি। কোনো সন্দেহ নেই যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। একজন বাবা সমালোচনা করেন না – তিনি তার ছেলেকে শিক্ষা দেন।”
No comments:
Post a Comment