Social Icons

Thursday, December 6, 2018

মালয়েশিয়ায় ইসলামের অবমাননা রুখতে আইন সংশোধনের প্রস্তাব

মালয়েশিয়ার ডানপন্থী রাজনৈতিক দল মালয় মুভমেন্ট পেরকাসা প্রস্তাব দিয়ে বলেছে যে, কিছু বিশেষ আইন যেমন- ‘Insulting Islam’, ‘Malay Rulers Act’ ‘The Amir Act’ নামেও পরিচিত এমন কিছু আইনের সংশোধন প্রয়োজন। যাতে করে দেশের শান্তি ও একতার প্রতি হুমকিমূলক কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া যায়।
মালয় মুভমেন্ট পেরকাসা’র প্রেসিডেন্ট ইব্রাহিম আলি বলেন, এসব আইন দেশটির ‘Yang di-Pertuan Agong’ এবং মালয় শাসকদের সম্মতিতে সংশোধন করা যেতে পারে।
তিনি বলেন, ‘তার দলের প্রস্তাবটি বর্তমানে থাইল্যান্ডের প্রচলিত একটি আইনের মতই যাকে ‘majeste Act’ নামেও ডাকা হয়। তিনি পরামর্শ দিয়েছেন যে, এই আইনের দুটো ভাগ রয়েছে- একটি হচ্ছে, বিচারবহির্ভূত আটকাদেশ এবং অন্যটি হচ্ছে- আদালতে একে ফৌজদারি অপরাধ হিসেবে বিচার করার জন্য বিচার চালিয়ে যাওয়া।’
মালয় মুভমেন্ট পেরকাসার নবম বার্ষিক সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘The Amir Act যা ১৯৬০ সালের ‘Internal Security Act (ISA)’ এর মতই এবং যাতে পাঁচ বার বাধ্যতামূলক বেত্রাঘাত এবং সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার কথা বলা রয়েছে।’
ইব্রাহিম আলি বলেন, শাস্তিমূলক এই আইন সবার জন্য একটি শিক্ষা যাতে করে কেউ ইসলাম ধর্মকে অবমাননা করতে না পারে একইসঙ্গে ইসলাম ধর্ম এবং মালয় শাসকদের সম্মানে আঘাত করতে না পারে। কারণ মালয় শাসকরা রাষ্ট্রীয় ইসলাম এবং ফেডারেল বিভাগের প্রধান।
এর আগে মালয়েশিয়ার জালান রাজা আলাং অঞ্চলের একটি হোটেলে মালয় মুভমেন্ট পেরকাসার অন্তত ১০০ জন সদস্য জড়ো হয়েছিলেন এবং তারা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে এলাকাটি মুখরিত করে তোলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates