ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর অ্যানকোনা সংলগ্ন একটি নৈশক্লাবে আতঙ্কিত জনতার হুড়াহুড়িতে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক, এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, করিনাল্ডো এলাকার ল্যান্টের্না আজুরা নামক নৈশক্লাবটিতে কে বা কারা মরিচের গুঁড়া ছেটানোর ফলে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে জনতা ছোটাছুটি শুরু করলে ওই দুর্ঘটনা ঘটে। যদিও সরকারিভাবে এখনো তা নিশ্চিত করা হয়নি।
বিবিসি জানায়, ক্লাবটিতে সে সময় ইতালির জনপ্রিয় র্যাপ গায়ক স্ফেরা এব্বাস্তার একটি কনসার্ট চলছিল। স্থানীয় সময় রাত ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
আহতদের সেনিগালিয়া ও অ্যানকোনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment