Saturday, December 15, 2018
ব্রাজিলের ভিসা ও মাইগ্রেশন আইনের বড় ধরনের পরিবর্তন।
ব্রাজিলে মাইগ্রেশন আইনে অনেক পরিবর্তন আনা হয়েছে । সংবিধানের ১৩.৪৪৫/২০১৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে এখন থেকে তথাকথিত নতুন মাইগ্রেশন ল (এনএলএম) এর ক্ষমতা বলে বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষকগণ ভ্রমণ ভিসায় ব্রাজিলে এসে পুলিশিয়া ফেডারেলে পার্মানেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন । তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ব্রাজিল সরকার ।
তাদের প্রথম ভিসার মেয়াদ থাকবে ১ বছর, কিন্তু থাকার অনুমতি ৯০ দিনের । কিন্তু ৯০ দিনের মধ্যে সে ব্রাজিলে পার্মানেন্ট ভিসার জন্য আবেদন করবেন ফেডারেলে । রেজোলিউশন নং 27/2018 নং আইনে অস্থায়ী ভিসা এবং বাসস্থান পারমিট প্রদানের ব্যবস্থা করবে দেশটির সরকার ।
ইতিমধ্যে যেসব দেশে ব্রাজিলের হাই কমিশন রয়েছে প্রতিটি হাইকমিশনে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে । এই ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে এক বছর। ব্রাজিল এ প্রবেশের পরে, এই ধরনের ভিসার ধারককে ন্যাশনাল মাইগ্রান্ট রেজিস্ট্রেশন কার্ড (সিআরএনএম) নিবন্ধন এবং প্রাপ্ত করার জন্য ফেডারেল পুলিশে ৯০ দিন পর্যন্ত থাকতে হবে, যা ২ বছরের জন্য বৈধ হবে। ( ওয়ার্ল্ড নিউজ বিবি )
ব্রাজিলে দুই বছর থাকার পরে, অস্থায়ী ভিসা সুবিধা প্রদানকারীরা তাদের স্থায়ী পারমিটের জন্য আবেদন করতে পারবেন ।
এই ক্ষেত্রে, সুবিধাভোগীকে মাইগ্রান্টি ওয়েবসাইটের মাধ্যমে শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুসরণ করতে হবে। শ্রম মন্ত্রণালয় তখন একটি মতামত দেবে যা ফেডারেল পুলিশকে সেই আইনে আবেদনকারীকে ব্রাজিলে পার্মানেন্ট ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিতে হবে ।
তবে তার সাথে এই আইনে একটি যৌথ আদেশ জারী করা হয়েছে ১/২০১৮ । যদি এরি মধ্যে এই ভিসায় কেও ব্রাজিলে অবৈধভাবে বসবাস করে সেই ক্ষেত্রে তাকে জরিমানা দিতে হবে ।
শ্রম মন্ত্রণালয়ের সাধারণ অধিবেশনের বলা হয়েছে , মাইগ্রান্টি ওয়েব সাইটে এই সংক্রান্ত সব ধরনের তথ্য দেয়া হয়েছে migranteweb@mte.gov.br ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment