ব্রাজিলের কিছু অবাক করা তথ্য যা আপনার জানা ছিল না ||
ব্রাজিলের নাম শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে ফুটবল, আমাজন নদী এবং সাম্বা ডান্স। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। আয়তনের দিক থেকে এই দেশ বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে। ব্রাজিলের জনসংখ্যা প্রায় ২৩ কোটি আর জনসংখ্যার দিক থেকেও এই দেশ বিশ্বে পঞ্চম স্থান রয়েছে। আজ আমরা জানব ব্রাজিলের ব্যাপারে কিছু অজানা এবং রোমাঞ্চকর তথ্য।
ব্রাজিল নামটি এসেছে পর্তুগিজ শব্দ ব্রাজিলউড থেকে এটি আসলে একটি গাছের নাম । ফুটবল ব্রাজিলের একটি জনপ্রিয় খেলা। ব্রাজিলের ফুটবল টিম বিশ্বের শক্তিশালী ফুটবল টিম গুলির মধ্যে একটি। ব্রাজিল আজ পর্যন্ত পাঁচটি ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং প্রতিটি ওয়ার্ল্ড কাপেই কোয়ালিফাই করেছে । এই দেশে ফুটবল এতটাই জনপ্রিয় যে দেশের প্রতিটি শহরে আপনি একটি করে ফুটবল স্টেডিয়াম দেখতে পাবেন। বিশ্বের প্রায় সমস্ত ফুটবল দলের বিরুদ্ধে ব্রাজিল জিতলেও নরওয়ে একমাত্র দল যার বিরুদ্ধে ব্রাজিল আজ পর্যন্ত জয়লাভ করতে পারেনি। ব্রাজিলের রাজধানী হল ব্রাসিলিয়া এর আগে ব্রাজিলের রাজধানী ছিল রিও ডি জেনেরিও যা বিগত ১৯৭ বছর ধরে ব্রাজিলের রাজধানী হিসাবে পরিচিত ছিল।
জিলের রিও ডি জেনেরিও শহরে অবস্থিত স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এটি ৩৮ মিটার লম্বা এবং এর ওজন ৬৩৫ টন। এটি বানাতে পাঁচ বছর সময় লেগেছিল এবং ১৯৩১ সালে জনসাধারণের জন্য এটিকে খুলে দেয়া হয়। ব্রাজিলের কারেন্সিকে বলা হয় রিয়েল আর এক ব্রাজিলিয়ান রিয়েল সমান ভারতীয় মুদ্রায় ১৮ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ২৩ টাকা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী, রিভার আমাজনের বেশিরভাগ অংশই ব্রাজিলে রয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজনের বেশিরভাগ অংশই রয়েছে ব্রাজিলে।
আর এই আমাজন জঙ্গলেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা। ব্রাজিলেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব-দ্বীপ স্নেক আইল্যান্ড, এইখানে প্রতি স্কয়ার মিটারে পাঁচটি করে বিষধর সাপ দেখতে পাওয়া যায়, ব্রাজিল সরকার সাধারণ মানুষের এই দ্বীপে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এই দ্বীপটিকে পাহারা দিচ্ছে ব্রাজিলের নেভি। ব্রাজিল ল্যাটিন আমেরিকার দেশ হলেও এইখানে বেশিরভাগ মানুষই পর্তুগিজ ভাষায় কথা বলে। এখানে দেহব্যবসা সরকারিভাবে স্বীকৃত এবং অন্যান্য সাধারণ ব্যবসার মতোই এটিও একটি ব্যবসা বলে ধরা হয়। ব্রাজিলের কথা হচ্ছে আর ব্রাজিলিয়ান কার্নিভালের কথা হবে না তা অসম্ভব।
ব্রাজিল বিশ্বের একমাত্র দেশ যে দেশে জেলে পিজা ডেলিভারি করার ব্যবস্থা আছে । ব্রাজিল ২০১৬ সালে রিও অলেম্পিক হোস্ট করেছিল আর এইটি ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ যে দেশ অলিম্পিক পরিচালনা করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি এয়ারপোর্ট আমেরিকাতে রয়েছে এবং এরপরে সবচেয়ে বেশি এয়ারপোর্ট রয়েছে ব্রাজিলে। ব্রাজিলে এয়ারপোর্টের সংখ্যা হল ৪০৯৩ টি ।আপনি জানলে অবাক হয়ে যাবেন এ পৃথিবীতে জাপান ছাড়া সবচেয়ে বেশি জাপানি ব্রাজিলে বাস করে।
ফুটবলের ভগবান হিসাবে পরিচিত পেলে এই ব্রাজিলেরই মানুষ। ব্রাজিলে ফুটবল এতটাই জনপ্রিয় যে এখানে প্রতিটি ফ্যামিলিতে একটি করে ফুটবল খেলোয়াড় আপনি দেখতে পাবেন।
আজ এই পর্যন্তই আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হন তাহলে অবশ্যই শেয়ার করে অন্য মানুষদের জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে ভাল থাকবেন ধন্যবাদ।
No comments:
Post a Comment