ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলের একটি শহরে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় পুলিশ ও সশস্ত্র বন্দুকধারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ছয় জিম্মিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে সিয়েরা রাজ্যের মিলাগ্রেস শহরে এ গোলাগুলি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডাকাতদলের সদস্যরা দু্টি ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন উড়িয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই পাঁচ ডাকাতের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ডাকাতরা ট্রেইলার ট্রাক দিয়ে স্থানীয় একটি মহাসড়ক আটকে ছয়জনকে জিম্মি করেছিল। গোলাগুলিতে ওই জিম্মিদেরও মৃত্যু হয়।
সন্দেহভাজন তিন ডাকাতকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ১৩ ও ১৪ বছরের দুই কিশোর বয়সীসহ নিহত জিম্মিদের পাঁচজনই এক পরিবারের বলে জানানো হয়েছে।
ডাকাতদলের সদস্য সংখ্যা কত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
No comments:
Post a Comment