জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘মরে গেলেও নির্বাচন বর্জন করবো না। আমার লাশ নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমার আঙ্গুল তো থাকবে, সেই আঙ্গুল দিয়ে টিপ দিবেন।’
সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ আড়াই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব, ড. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কামাল হোসেন বলেন, ‘আমরা আবেগের বশবর্তী হয়ে নির্বাচন থেকে সরে যাবো না। দ্রুত সময়ের মধ্যে সেনা মোতায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রার্থী ও সমর্থকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। দ্রুত প্রতিটি হামলার বিচার করতে হবে।’
No comments:
Post a Comment