ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অস্বাভাবিক সুনামি আঘাত হানার মাত্র চারদিনের মাথায় প্রায় একই ধরনের ঘটনা ঘটলো ইতালিতেও। বুধবার ইউরোপের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ইটনা থেকে অগ্ন্যুৎপাতের পর ভূমিকম্প হয়েছে ইতালির সিসিলিতে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, আগ্নেয়গিরির প্রভাবে এমন ভূমিকম্প ও সুনামির ঘটনা প্রকৃতিতে স্বাভাবিক নয়। এমন ক্ষেত্রে পূর্বাভাস দেয়াও সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।
ইতালির সংবাদ মাধ্যম জানায়, রিখটার স্কেলে বুধবারের ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভূমিকম্পে আহত হয়েছেন ৩ জন। বেশকয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনঃ সিইসির সঙ্গে কামাল হোসেনের ‘উত্তপ্তবাক্য বিনিময়’
এর আগে মাউন্ট ইটনি হতে আসা ছাইয়ে ঢেকে যায় আশপাশের গ্রাম ও বিমানবন্দরের রানওয়ে। সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।
শনিবার ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইটে আগ্নেয়গিরির উদগিরণের কারণে অস্বাভাবিক সুনামি দেখা দেয়। এতে এখন পর্যন্ত ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় হাজারেরও বেশি।
No comments:
Post a Comment