একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গণফোরামের প্রার্থী খন্দকার ইকবাল আহমেদের মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের ওপর কোনো আদেশ (নো অর্ডার) দেননি আপিল বিভাগ।
এর ফলে খন্দকার ইকবালের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ ‘নো অর্ডার’ দিয়েছেন।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন খন্দকার ইকবাল আহমেদ।
রিটের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগে চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুর রহমান। তার সঙ্গে ছিলেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
No comments:
Post a Comment