স্বদেশি তারকা ফরোয়ার্ড নেইমারকে বার্সেলোনায় সতীর্থ হিসেবে পেতে উন্মুখ হয়ে আছেন কাতালান দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। নেইমারের মতো একজন খেলোয়াড় ফিরে এলে তা দলের ভালো হবে বলে মনে করেন তিনি।
গত বছর অগাস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে নেইমারকে দলে টানে পিএসজি। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, ব্রাজিল দলের অধিনায়ককে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও নাকি ফিরে আসতে আগ্রহী।
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে এ বছরের জুলাইয়ে ছয় বছরের চুক্তিতে কাম্প নউয়ে পা রাখা আর্থার স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোতে নেইমারকে ফিরে পেতে ব্যক্তিগতভাবে কাজ করার কথাও জানান।
“আমি ব্যক্তিগতভাবে তার ফিরে আসার জন্য প্রার্থনা করছি কারণ এটা তর্কাতীত যে সে একজন তারকা। আর আমি মনে করি, দলে যত ভালো খেলোয়াড় থাকে, ততই ভালো।”
“ব্যক্তিগতভাবে, তাকে ফিরে পাওয়ার জন্য আমি অনেক কাজ করছি। কিন্তু তার জীবনটা তারই, সে জানে যে সে কি করছে। আর আমি জানি না সমঝোতাগুলো কত দূর পর্যন্ত এগিয়েছে, তার ফেরার সুযোগ আছে কিনা।”
“কিন্তু সে আমার একজন বন্ধু এবং আমি তার পেশাদারিত্বের অনেক প্রশংসা করি। আর খুব খুশি হতাম যদি সে এখানে ফিরত।”
চলতি মৌসুমে লিগ ওয়ানে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। আসরে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
No comments:
Post a Comment