চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন সূচক ২.৫ শতাংশ থেকেও কম হবে ধারণা করছে ব্রাজিল সরকার। এটি ছিলো তাদের চলতি বছরের প্রবৃদ্ধির ঘোষিত লক্ষ্যমাত্রা। তবে শুক্রবার দেশটির সরকার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু অর্থনৈতিক সঙ্কটের কারণে চলতি বছরে শুধুমাত্র ১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করাই সম্ভব হবে।
এসব সংকটের মাঝে অন্যতম হলো মুদ্রাস্ফীতি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে জানানো হয়, চলতি বছর পূর্বে ঘোষিত ৩.৪ শতাংশ থেকেও বেশী ৪.২ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে। ট্রাক চালকদের ধর্মঘট এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে চলতি বছর ব্রাজিলিয়ান রিয়ালের দামের অবমূল্যায়ন অব্যাহত রয়েছে।
তবে ব্রাজিলের সরকারের শীর্ষ অর্থনৈতিক সচিব ফ্যাবিও ক্যানজুক জানান, প্রবৃদ্ধি কম হলেও আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করছে। বিশেষ করে গত জুন মাস নাগাদ এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এসময় তিনি আরো বলেন, আমরা অনিশ্চয়তা ও ঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী বছরের প্রবৃদ্ধির মাত্রা সন্তোষজনক হবে।
এদিকে বার্তা সংস্থা শিনহুয়া জানায়, ২০১৯ সালের জন্য দেশটির সরকার ৩.৩ থেকে কমিয়ে ২.৫ শতাংশ প্রবৃদ্ধির নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
No comments:
Post a Comment