জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উপর হামলার ঘটনায় পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী তিনদিনের মধ্যে ঘটনা তদন্ত করে তাদেরকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার সকালেই ইসি থেকে পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়।
হামলার পর গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হকের সমর্থকেরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। কামাল হোসেনের পেছনের গাড়িতেই ছিলেন আ স ম আবদুর রব। হামলার রবের গাড়ির চালক আহত হয়েছেন।
No comments:
Post a Comment