ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, তার দল আগামী ৮ জুনের নির্বাচনে জয়ী হলে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করবে। লেবার নেতা বলেন, তার পররাষ্ট্র নীতিতে দেশকেই প্রাধান্য দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী হতে পারলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও জেনেভায় শান্তি আলোচনায় বসানোর চেষ্টা করবেন।
এক সাক্ষাৎকারে করবিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে আমার বক্তব্য হলো- এই যুদ্ধ করে আমাদের কারো স্বার্থ রক্ষা হবে না। আসুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় ফিরে যাই। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের।
No comments:
Post a Comment