চিলির মধ্যাঞ্চলে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৬ দশমিক ৯ ছিলো বলে জানিয়েছে মার্কিন ভূবিজ্ঞানীগণ।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রাণকেন্দ্র ছিল পর্যটন নগরী ভালপারাইসো উপকূল থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এটি ভূমির ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।
কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে অন্যত্র যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। কিন্তু বড় কোন ঢেউ সৃষ্টি না হওয়ায় পরে সতর্ক বার্তা প্রত্যাহার করে নেয়া হয়। এদিকে চিলির জাতীয় জরুরি সংস্থা ওনেমি জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এএফপি।
No comments:
Post a Comment