Social Icons

Sunday, April 23, 2017

উ. কোরিয়ায় মার্কিন নাগরিক আটক

উত্তর কোরিয়া ত্যাগ করার চেষ্টা করার সময় এক মার্কিন নাগরিককে আটক করেছে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আটক করা ব্যক্তির পদবি কিম।
 
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইয়োনহ্যাপ জানিয়েছে, আটক হওয়া মার্কিন নাগরিকের বয়স ৫০ এর কাছাকাছি এবং তিনি চীনের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি ত্রাণসংক্রান্ত কাজে গত একমাস উ. কোরিয়া ছিলেন। তাকে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে আটক করা হয়।
 
গ্রেফতারটা এমন সময় হল যখন মার্কিন যুক্তরাষ্ট্র উ. কোরিয়ার পারমাণবিক কর্মসূচীর বিষয়ে ‘কৌশলগত অপেক্ষার’ সময় শেষ বলে হুমকি দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনসহ একটি নৌবহর যাকে ডোনাল্ড ট্রাম্প ‘রণতরী বহর’ বলে আখ্যায়িত করেছেন, আগামী সপ্তাহের মধ্যে কোরীয় উপদ্বীপে পৌছাবে বলে জানা গেছে।
 
এর আগে গত বছরের জানুয়ারিতে অটো ওয়ার্মবিয়ের নামে ২১ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়। তিনি হোটেল থেকে উ. কোরিয়া সরকারের প্রোপাগান্ডার সাইন চুরি করার চেষ্টা করছিলেন বলে অভিযাগ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে উ. কোরিয়া মার্চ ২০১৬-তে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ২০১৬ সালের এপ্রিলে কিম জং চুল নামের ৬২ বছর বয়সী মার্কিন নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাকে ২০১৫ সালের অক্টোবরে আটক করা হয়েছিল। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates