Social Icons

Saturday, April 22, 2017

‘কোনো বাংলাদেশী খেলোয়াড় যেন আর আইপিএল খেলতে না যায়’


গতবারের ঠিক উল্টো চিত্র। গত আসরে তাকে ছাড়া একাদশই চিন্তা করতে পারেনি সানরাইজার্স হাযদরাবাদ। এবার সেই মোস্তাফিজের সময় কাটে ড্রেসিংরুমে। গত আসরে দলের চ্যাম্পিযনশিপে বড় অবদান ছিল তার। ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অথচ এবার তিনি নিভৃতে। কোনো আলোচনাতেই নেই।
গত আসরে যে বোলার সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতালেন, এবার এক ম্যাচে ব্যর্থতার কারণে তাকে বসিয়ে রাখা হলো ম্যাচের বাইরে। বাংলাদেশি এই পেসার তাই সিদ্ধান্ত নিয়েছে দেশে ফিরে আসার।

এবারের আইপিএলে একটি ম্যাচে হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর। কিন্তু সবকিছু ঠিকমতো হল না। ২.৪ ওভারে দিলেন ৩৪ রান। উইকেটও পাননি। ওই ম্যাচের পর থেকেই যেন এবারের আসরে মোস্তাফিজের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল!
আইপিএলের গত আসরে বল হাতে উজ্জ্বল ছিলেন এই কাটার মাস্টার। দলের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। ১৬ ম্যাচে ৬.৯০ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। তার এই অনবদ্য পারফরম্যান্সের কারণে বেশ প্রশংসিত হয়েছিলেন মোস্তাফিজ। তবে এই আসরে শুরুটা ভালো করতে পারেননি। তাই একের পর এক ম্যাচে বসিয়ে রাখা হচ্ছে টাইগারদের পেস আক্রমণের এই তরুণ তুর্কীকে।
এবারের আইপিএলটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। অধিকাংশ ম্যাচেই ২’শ-এর কাছাকাছি রান হচ্ছে। সব বোলারকেই তুলোধুনো করে রান করছেন ব্যাটসম্যানরা। এখানে বোলারদের জন্য কিছুই নেই।
হাতেগোনা দুই একজন ছাড়া সবাই যেখানে ব্যর্থ সেখানে মোস্তাফিজই যেন এক ম্যাচ রান দিয়ে পাপ করে ফেললেন। তাকে বসিয়ে রেখে সাইড বেঞ্চ গরম করাচ্ছেন হায়দরাবাদ কর্তৃপক্ষ।
এবারের আসরে সবচেয়ে বেশি দামে কেনা হয় অলরাউন্ডার বেন স্টোকসকে। তিনিও বল ও ব্যাট হাতে ব্যর্থ। তবুও নিয়মিতই রাইজিং পুনের হয়ে খেলে যাচ্ছেন। টাইমাল মিলসকে দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। তিনিও বল হাতে ব্যর্থ। তবুও একাদশে নিয়মিত।
কিন্তু হায়দরাবাদের হয়ে এক ম্যাচে বল হাতে ব্যর্থ হওয়াটাই যেন কাল হল মোস্তাফিজের। গত আসরে শিরোপা জয়ে মোস্তাফিজের যে অবদান তা যেন ভুলেই যেতে বসেছে হায়দরাবাদ।
প্রিয় খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ দর্শক হিসেবে বসে থাকতে দেখে যারপরনাই বিরক্ত টাইগার ভক্তরা। অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বসে থাকেন মোস্তাফিজকে খেলানো হবে। কিন্তু যখন স্কোয়াডে মোস্তাফিজের নাম না দেখেন তখন রাগ করেই হয়তো টিভি বন্ধ করে দেন।
গত তিন ম্যাচের মত টানা চতুর্থ ম্যাচেও উপেক্ষিত রইলেন তিনি। আজ শনিবার প্রতিপক্ষের মাঠে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে হায়দরাবাদ।
এ নিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই রাগে ক্ষোভে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। তারা মোস্তাফিজকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন।
আসগার খান নামের একজন লেখেন, ‘খেলার দরকার নাই, তাড়াতাড়ি বাংলার ছেলে বাংলায় ফিরে আয়।’
মুস্তাক আকবর নামের একজন লেখেন, ‘কোনো বাংলাদেশী খেলোয়াড় যেন আর আইপিএল খেলতে না যায়, এটা আমার আহ্বান।’
খন্দকার মিলানুর রহমান নামের একজন লেখেন, ‘এটি বাংলাদেশী খেলোয়াড়দের প্রতি চরম অবিচার ছাড়া আর কিছুই নয়।’
আবু সাঈদ লেখেন, ‘এক ম্যাচ পিচের কারণে হয়ছে। কিন্তু বাকি একটি মাচ খেলানো উচিত ছিল।’

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates