সৌদি আরব জঙ্গি সন্দেহে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা গত বছরের জুলাইতে মদিনা শহরের পবিত্র মসজিদে নববির পাশে পুলিশের তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অনলাইন পত্রিকা আল জাজিরা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।
গত বছরের ৪ জুলাইয়ের ওই হামলার ঘটনায় তখন কেউ দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ ওই হামলার জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে।
আইএস ২০১৪ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সৌদি আরবে অনেকগুলো হামলা চালিয়েছে। এসব হামলায় বহু লোক হতাহত হয়।
No comments:
Post a Comment