ইরানি টিভি চ্যানেল জেম টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাঈদ কারিমিয়ানকে তুরস্কের ইস্তাম্বুলে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার কুয়েতি ব্যবসায়ী অংশীদারও নিহত হয়েছেন।
ইস্তাম্বুলের মাসলাক এলাকায় কারিমিয়ানকে গুলি করে হত্যা করা হয়। যে গাড়িটি ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে সে গাড়িটিও পরে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগে কারিমিয়ানের অনুপস্থিতিতে তাকে তেহরানের আদালত ছয় বছরের কারাদণ্ড প্রদান করে।
মুখোশপরা বন্দুকধারীরা শনিবার সন্ধ্যায় তাকে ও তার ব্যবসায়িক অংশীদারকে গুলি করে। কারিমিয়ান ঘটনাস্থলেই নিহত হন, তার অংশীদার মারা যান হাসপাতালে। জেম টিভি বিদেশি ও পাশ্চাত্যের বিভিন্ন শো ফার্সি ভাষায় ডাবিং করে ইরানে প্রচার করতো। ইরানে ইসলামি মূল্যবোধ বিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে জেম টিভির বিরুদ্ধে। বিবিসি।
No comments:
Post a Comment