রবিবার রাতের এল ক্ল্যাসিকোতে নেইমার খেলতে পারবেন কি পারবেন না এটা নিয়ে অনেক জল্পনা হয়েছে। একদিক দিয়ে ব্রাজিল সুপারস্টারের মাঠে নামার কোনো সুযোগ নেই। কারণ ইতিমধ্যেই ৩ ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার আপিল খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাহলে কীভাবে খেলবেন নেইমার? এখানেই আইনের মারপ্যাঁচের ঘটনা। আইনের মধ্যে থেকেই নেইমারকে মাঠে নামানোর সুযোগ পাচ্ছে বার্সা!
সেটা কীভাবে? আপিল খারিজ হওয়ার পর নিয়ম অনুযায়ী স্পেনের ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে বার্সেলোনা। আর এখানেই তারা বুদ্ধিমানের মত এক চাল চেলেছে। শুক্রবার ক্রীড়া আদালেতে অফিস টাইমের মধ্যে এই আবেদন করেনি তারা। করেছে অফিস টাইমের পর। এ ছাড়া ক্রীড়া আদালতে সপ্তাহে একবার এই বিষয়ে বৈঠক বসে। পরের শুক্রবার আসার আগ পর্যন্ত আদালত যদি কোনো রায় না দেয়, আইন অনুযায়ী তখন পর্যন্ত নেইমারের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। ফলে এর মধ্যে নেইমারের খেলতে কোনো বাধা নেই।
কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। আইনি পরামর্শক তো রিয়াল মাদ্রিদেরও আছে। নিষিদ্ধ খেলোয়াড়কে কোনো ম্যাচ খেলানো হলে ফলাফল যাই হোক না কেন একটা নির্দিষ্ট গোল স্কোরে রিয়ালকেই জয়ী ঘোষণা করা হতে পারে। এখন প্রশ্ন হলো, আইনি মারপ্যাঁচের সুযোগ নিয়ে নেইমারকে খেলাতে গিয়ে নিজেরাই কী আইনি জটিলতায় পড়তে যাচ্ছে বার্সা? সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে থাকা নেইমারকে খেলাতে মরিয়া হয়ে আছে দলটি। তবে বার্সা বস লুই এনরিকে বলেছেন, নেইমারকে ছাড়াও খেলার জন্য প্রস্তুত তার শিষ্যরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment