Social Icons

Monday, November 30, 2015

'সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে'

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী অর্থ বছর থেকে সকল মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। আজ বিকেলে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ নয়ন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব মহর আলী, গাজীপুর সদর কমান্ডার মোশারফ হোসেন দুলাল প্রমুখ। মন্ত্রী মোজাম্মেল হক বলেন, দেশে-বিদেশে যুদ্ধাপরাধীদের জন্য আজ মায়া কান্না করা হচ্ছে। ’৭১ সালের তাদের এই মায়াকান্না ও মানবতাবোধ কোথায় ছিল মন্তব্য করে তিনি বলেন, এদশে প্রকাশ্যে কোনো যুদ্ধাপরাধীর জানাজার নামাজ বাংলার মাটিতে হবে না। কারণ এটা আমাদের সহকর্মীরা পাইনি, আমরা যা পাইনি, যুদ্ধাপরাধীরা সেটা ভোগ করবে এটা হতে পারে না। মন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে প্রতিষ্ঠা করেছিল। প্রত্যেক নাগরিক সমান অধিকার ও সুবিধা ভোগ করব এটাই ছিল বঙ্গবন্ধুর অঙ্গীকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধাদের ১০ হাজার টাকা করে সম্মানি ভাতাসহ ঈদ বোনাস এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পুনবার্সিত করা হচ্ছে। দেশের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, থানা ও জেলা ভিত্তিক রাস্তাসমূহের নামকরণসহ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates