Social Icons

Monday, November 30, 2015

এইডস রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এইডস রোগের বিস্তার রোধে শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক কুসংস্কার পরিহারে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’
 
আগামীকাল বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপ্রতি এ কথা বলেন। বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য হল ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু : নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার’।
 
রাষ্ট্রপতি বলেন, ‘এইডস প্রতিরোধের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এইডস আক্রান্ত ব্যক্তি যাতে সামাজিক অবহেলা বা বৈষম্যের শিকার না হন তা আমাদের মানবিক ঔদার্য দিয়ে নিশ্চিত করতে হবে।’
 
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এইডসের স্বাস্থ্যগত দিকের পাশাপাশি মানবিক, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয়টি তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, দাতাসংস্থা ও গণমাধ্যম সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


 বাসস।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates