সিরিয়ায় উগ্রপন্থী গ্রুপ আইএসের বিরুদ্ধে ফ্রান্সের লড়াইয়ে জার্মানি এক হাজার দুই শ’ সৈন্য মোতায়েনের পরিকল্পনা করেছে। রোববার দেশটির সামরিক প্রধান বলেছেন, এটি হবে বিদেশে এ পর্যন্ত জার্মানির সবচেয়ে বেশিসংখ্যক সৈন্য মোতায়েন।
সামরিক স্টাফ জেনারেল ফলকার বিকার বিল্ড এ এম সনটাগ সংবাদপত্রকে জানিয়েছেনন, ‘সামরিক দৃষ্টিকোণ থেকে অনুমোদন পাওয়ার পর এক হাজার দুই শ’র কাছাকাছি সৈন্য বিমান ও জাহাজ প্রয়োজন হবে।
তিনি আরো জানিয়েছেন, খুব দ্রুত এ সৈন্য প্রেরণ শুরু হবে।
বিকার বলেন, ‘সরকার এ বছরই এ সৈন্য প্রেরণের অনুমোদন চাইবে।’
বার্লিন বৃহস্পতিবার আইএস-এর সঙ্গে লড়াইয়ের ফ্রান্স টরনাডো রেকি জেট, নৌবহর, বিমানে জ্বালানি সরবরাহ ও স্যাটেলাইট ছবি প্রেরণের প্রস্তাব দিয়েছে।
বিকার বলেন, রাতে এমনকি দুর্যোগময় আবহাওয়ায় ভূমির ছবি পাঠানোর জন্য চার থেকে ছয়টি টর্নাডো মোতায়েন করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment