দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিম্ন আদালতে আত্নসমর্পন করেন।
এরপর তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে।
বেলা ১২টার দিকে খালেদা জিয়া ঢাকার পুরনো অংশে বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন। প্রায় আধাঘণ্টা পর তিনি আদালত কক্ষ বেরিয়ে আসেন।
খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন আদালত জামিন মঞ্জুর করে আগামী ২৮শে ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
২০০৭ সালে জরুরী অবস্থা জারীর পর সে বছরের ডিসেম্বর মাসে তৎকালীন সেনা-সমর্থিত সরকার নাইকো দুর্নীতি মামলা করে।
এর পরের বছর সেই মামলায় অভিযোগপত্র দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনিটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি সাধন করা হয়।
মামমলাটি বাতিল করার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে যে আবেদন করা হয় সেটিকে বাতিল করে গত জুন মাসে রায় দেয় হাইকোর্ট।
২০০৮ সাল থেকে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। নাইকো দুর্নীতি মামলাটি এখন ঢাকার বিশেষ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।
এরপর নিম্ন আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করে। এই মামলায় খালেদা জিয়া ছাড়াও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী মোশারফ হোসেন ভুঁইয়াসহ অনেককে অভিযুক্ত করা হয়েছে।
No comments:
Post a Comment