তুরস্কে তাহির এলকি নামে এক প্রভাবশালী, শীর্ষ আইনজীবী ও মানবাধিকার কর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ঘটনার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিশ অঞ্চলে আরো অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
তাহির নামের ওই আইনজীবীর হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যা’ বলে অভিহিত করেছে কুর্দি সমর্থিত এইচডিপি পার্টি। জনগণকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন তারা। তবে দেশটির প্রধানমন্ত্রী আহমেত দেভুতোগলু জানিয়েছেন, তাহির ক্রস ফায়ার নাকি হত্যাকাণ্ডের শিকার এটা এখনও পরিস্কার নয়।
এর মাত্র কয়েক ঘণ্টা পরেই ইস্তাম্বুলে তাহিরের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিল শত শত মানুষ। ওই বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে পুলিশ। তারা বিক্ষোভের সময় ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ’ এবং ‘তাহির এলকি অমর’ বলে স্লোগান করছিল।
- প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মাত্র বুলেটে বিদ্ধ হয়ে মারা গেছেন তাহির। তিনি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির শহরের স্থানীয় বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ওই ঘটনায় আরো দুই পুলিশের মৃত্যু হয়েছে।
No comments:
Post a Comment