Sunday, November 29, 2015
ব্রাজিলে জরুরি অবস্থা জারি
ব্রাজিলের দুই শ’টির বেশি শহরে খনির বর্জ্য ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় মঙ্গলবার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ১৮০ দিন এই জরুরি অবস্থা বলবৎ থাকবে। মিনাস গেরেইস রাজ্যের সরকার জানান, ১২ দিন আগে মারিয়ানার সামারকোতে আকরিক লোহা খনিতে দুটি বাঁধ ধসে পড়ার পর বর্জ্য ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পার্শ্ববর্তী গ্রাম বেন্তো রডরিগুয়েজ গ্রামের খাবার পানি সরবরাহের অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় ১০ জন মারা গেছেন ও ১৫ জন নিখোঁজ রয়েছেন। বিশ্বের বৃহত্তম খনি কোম্পানি অস্ট্রেলিয়ার বিএইচপি বিলিটন ও ব্রাজিলের কোম্পানি ভেল যৌথভাবে বৃহত্তম এই আকরিক লোহা খনি সামারকোর মালিক। ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মাইনাস গেরাইস ও পার্শ্ববর্তী রাজ্য এসপিরিতো সান্তোয় হলদেটে কাদার স্রোতের কারণে শস্য ধ্বংস হয়েছে এবং মাছ, কচ্ছপ ও অন্যান্য প্রাণী মারা গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ, জরুরি কর্মী মোতায়েন তরান্বিত করতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment