Sunday, November 29, 2015
পেরুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প
পেরুর পূর্বাঞ্চলে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৫। মঙ্গলবার মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২৪৫) ৬০২ কিলোমিটার (৩৭৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। আইবেরিয়া থেকে প্রায় ১শ’ ৭৩ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিম ও রাজধানী লিমা থেকে ৬শ’ ৮১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এতে কুজকো, তাসনা, পুক্যালপা ও আরেকুইপার পাশাপাশি চিলির উত্তরাঞ্চল, আর্জেন্টিনা ও বলিভিয়ার ভবনগুলোও কেঁপে ওঠে। স্থানীয়রা জানিয়েছে, তিনটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এগুলোর প্রত্যেকটিই দীর্ঘক্ষণ স্থায়ী ছিল। নৌবাহিনী এই ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment