Saturday, November 28, 2015
গ্রিসে মাত্র ২ ইউরোয় দেহ বিক্রিতে বাধ্য হচ্ছে যৌনকর্মীরা
গ্রিসে অল্প বয়সী যৌনকর্মীরা মাত্র ২ ইউরোর বিনিময়ে দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে। নতুন এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত গ্রীসের সকল খাতেই বিরূপ প্রভাব পড়েছে। দেশটিতে বৈধ দেহব্যবসাও এর বাইরে নয়। যৌনকর্মীরা এমন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে যে সামান্য একটি স্যান্ডউইচের দামের বিনিময়ে দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে। বাড়ছে অল্পবয়সী মেয়েদের সংখ্যা। দেহব্যবসায় নামা বেশিরভাগ মেয়েদের বয়স ১৭ থেকে ২০ এর মধ্যে। এথেন্সের প্যান্টেইওন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যাপক গ্রেগরি ল্যাক্সস ও তার দল গ্রিসে সক্রিয় ১৭ সহ¯্রাধিক যৌনকর্মীর বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এতে উঠে এসেছে যে, দেহব্যবসা খাতে এখন পূর্ব ইউরোপীয় নারীদের আধিক্য ছাপিয়ে গেছে অল্পবয়সী গ্রিক নারীরা। গবেষকরা আরও দেখেছেন, ইউরোপের মধ্যে সবথেকে কম অর্থের বিমিময়ে যেসব স্থানে দেহবিক্রি হয়ে থাকতে তার মধ্যে গ্রিস একটি। ল্যাক্সস দ্য টাইমসকে বলেন, কিছু নারী শুধু একটি চিজ পাইয়ের জন্য এটা করে থাকে। বা একটা স্যান্ডউইচের জন্য। কেননা তারা ক্ষুধার্থ। অন্যরা দেহ বিক্রি করে ট্যাক্স, বিল দেয়ার জন্য বা জরুরি ব্যয় মেটানোর জন্য। আধাঘণ্টার জন্য ৫০ ইউরো থেকে কমে দাড়িয়েছে ২ ইউরোতে। ল্যাক্সস বলেন সবথেকে উদ্বেগজনক হলো অল্পবয়সী মেয়েদের সংখ্যা বাড়ছে। এরাই সবথেকে সস্তায় দেহবিক্রি করছে। উল্লেখ্য, গ্রিসে দেহব্যবসা বৈধ হলেও কিছু সংখ্যক পতিতালয়ের অনুমোদন রয়েছে। অর্থাৎ, দেশটির ১৮৫০০ যৌনকর্মী রাস্তা থেকে খদ্দের খুঁজে উপার্জনের ওপর নির্ভরশীল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment