Social Icons

Monday, November 30, 2015

আলোচনায় বসবে না ইসরাইল ফিলিস্তিন ইস্যুতে ইইউ’র সাথে

ইসরাইল বলেছে, তারা ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা বন্ধ করে দিচ্ছে। ইহুদি বসতি থেকে আমদানিকৃত পণ্যের লেবেলিং করার ইইউ’র সিদ্ধান্তের জবাবে ইসরাইল রোববার এ ঘোষণা দিল। হিব্রু ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়িাহু ইউরোপীয় ইউনিয়ন ও তাদের প্রতিনিধিদের সাথে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দেশটি এককভাবে ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানী, ব্রিটেন ও ফ্রান্সের সাথে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিষ্ঠানের সাথে নয়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তা সায়েব এরাকাত বলেন, লেবেলিং ইস্যুকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে ইইউকে সরিয়ে নিতে বাধ্য করাই ইসরাইলী এ সিদ্ধান্তের লক্ষ্য। তিনি বলেন, ইসরাইল ইতোমধ্যে শান্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু ইইউ আমাদের অংশীদার এবং আমরা তাদের শ্রদ্ধা করি। উল্লেখ্য, ইইউ’র গত ১১ নভেম্বরের সিদ্ধান্তে বলা হয়েছে, ইহুদি বসতি থেকে আদমানিকৃত পণ্য আলাদাভাবে লেবেলিং করতে হবে। এসব পণ্যে ‘মেড ইন ইসরাইল’ লেখা থাকবে না। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates