Monday, November 30, 2015
ব্রাজিল অর্থনৈতিক সূচকে জি.ডি.পির বর্ধন ক্রমেই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।
ব্রাজিল পৃথিবীর তৃত্বীয় বৃহত্তম দেশ। অবস্থান সূদুর
দক্ষিণ আমেরিকায়। আয়তনে ব্রাজিল দক্ষিণ আমেরিকার
সর্ববৃহৎ দেশ। পাহাড়, পর্বত, নদী-নালা-খাল-বিল,
সাগর উপসাগর এর সংমিশ্রনে ব্রাজিল
প্রকৃতপক্ষে একটা প্রকৃতি প্রসূত চোখ জুড়ানো নৈসর্গের
অপরুপ নীলাভূমি। ব্রাজিল দিনে দিনে অর্থনৈতিক
সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। ব্রাজিলই দক্ষিণ
আমেরিকার একমাত্র দেশ যে দেশটি দীর্ঘকাল পর্তুগালের
উপনিবেশ রাষ্ট্র ছিল। যে দেশের ভাষা পতুর্গীজ।
দক্ষিণ আমেরিকায় বাদ বাকী সকল দেশের
ভাষা স্প্যানিস। ২০০৮-০৯ সালে বিশ্ব
অর্থনৈতিতে যে মন্দার জোয়ার তৈরী হয়েছিল
তাতে ব্রাজিল খানিকটা আক্রান্ত হলেও
বর্তমানে দেশটি মন্দা কাটিয়ে উঠে অর্থনৈতিক
সূচকে জি.ডি.পির বর্ধন ক্রমেই উন্নতির
দিকে নিয়ে যাচ্ছে।
দেশটির বর্তমান মাথা পিছু আয় ১০.৬০৭ মার্কিন ডলার।
জনসংখ্যা মাত্র ১৯ কোটি ৬৭ লক্ষ দেশটির মোট আয়তন
৮৫.১১.৯৬৫ বর্গ কি. মি.।
বর্তমানে দেশটি প্রযুক্তিখাতে বিকাশ ঘটাচ্ছে।
শিক্ষা ও চিকিৎসা খাতেও তাদের উন্নতির
মাত্রা লক্ষনীয়, দেশটির চলমান রাজনৈতিক
পরিস্থিতি খুবই ইতিবাচক।
২০২০ সালের ভিতর ব্রাজিল ৩ লক্ষ আই.টি বিশেষজ্ঞ
বাহির থেকে নিজ দেশে আমদানি করতে চায়।
চিনি উৎপাদন শিল্পে দেশটির
খ্যাতি একেবারে শীর্ষে দেশটি কফি, ধান, স্টিল,
ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, তেল, কয়লা,
ভূট্টা ইত্যাদি ব্যাপক হারে উৎপাদন এবং রপ্তানির
পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যটন শিল্পের যথেষ্ট
সম্ভাবনা কে কেন্দ্র করে ব্রাজিলের পর্যটন অঞ্চলে ছোট
ছোট দোকানপাট, হোটেল রেষ্টুরেন্টসহ কর্মসংস্থানের
ব্যাপক সম্ভাব্য পরিস্থিতি তৈরী হচ্ছে।
বর্তমানে দক্ষিণ আমেরিকা সহ মধ্য প্রাচ্য থেকে অনেক
মানুষ উন্নতজীবনের সন্ধানে ব্রাজিলে ছুটে যাওয়ার
চেষ্টা করছে।
Subscribe to:
Post Comments (Atom)
Good News
ReplyDeletegood news
ReplyDelete