Saturday, November 28, 2015
জাপানের আকাশসীমার কাছে চীনের বিমান, পাল্টা মহড়া
দক্ষিণ জাপানি দ্বীপ এলাকার কাছ দিয়ে উড়ে যায় চীনের ১১ টি সামরিক বিমান। শুক্রবারের এ ঘটনার পর আকাশপথে মহড়া দিয়েছে জাপানের যুদ্ধবিমান। এ খবর দিয়েছে আল-জাজিরা। বেইজিং বলছে, দুরপাল্লার লড়াই সামর্থ্য বৃদ্ধির জন্য এটা ছিল সামরিক অনুশীলন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৮ টি বোমারু বিমান, দুটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমান এবং একটি পূর্ব-সতর্কতামূলক বিমান শুক্রবার মিয়াকো ও ওকিনাওয়ার কাছ দিয়ে উড়ে যায়। তবে তারা জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জিঙ্কে বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর অনুশীলনে বিভিন্ন ধরণের বিমান অংশ নেয়। এ ধরণের উন্মুক্ত সাগর অনুশীলন দেশটির সেনাবাহিনীর দুরপাল্লার লড়াই সামর্থ্য বৃদ্ধি করেছে বলে তিনি উল্লেখ করেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ বক্তব্যের পর আর কোন প্রতিক্রিয়া আসেনি। দেশটির ইয়োমিউরি শিমবুন সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের আকাশসীমার কাছে চীনের এতো বড় বহর পাঠানোটা প্রথাবিরুদ্ধ। এতে আরও বলা হয়, জাপানের প্রতিরক্ষামন্ত্রী চীনের মিশনের লক্ষ্য পর্যালোচনা করছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment