সুইডেন ইরাকের উত্তরাঞ্চলগামী সব বিমানের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। গোলযোগপূর্ণ এ অঞ্চলে সশস্ত্র উগ্রবাদীদের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
ওয়েবসাইটে প্রকাশিত সুইস ট্রান্সপোর্ট এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, সুইডেন থেকে ইরাকি শহর আরবিল এবং সোলাইমানিয়াগামী বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তুরস্কের অ্যাটলাসগ্লোবালের সম্পূরক সংস্থা ইরাকি এয়ারওয়েজ এবং এয়ার জাগ্রোসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া, জার্মান বিমান সংস্থা জার্মানিয়াসহ অন্যান্য বিমানের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এদিকে, চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্রকে পথ করে দেয়ার জন্য উত্তরাঞ্চলীয় বিমানপথ দু’দিনের জন্য বন্ধ করে দিয়েছিল ইরাক।
এ ছাড়া, জার্মান বিমান সংস্থা জার্মানিয়াসহ অন্যান্য বিমানের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এদিকে, চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্রকে পথ করে দেয়ার জন্য উত্তরাঞ্চলীয় বিমানপথ দু’দিনের জন্য বন্ধ করে দিয়েছিল ইরাক।
No comments:
Post a Comment