কলম্বিয়ায় গত অর্ধ-শতক ধরে চলা সংঘাত বন্ধে একটি শান্তি চুক্তির লক্ষ্যে সোমবার দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।
শান্তি বিষয়ক হাইকমিশনার সের্গিও জারামিলোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বোগোটার একটি প্রতিনিধি দল হাভানায় সোমবার স্থানীয় সময় বেলা ৩ টায় মার্কিন কূটনীতিকের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে বসবে। এর এক ঘণ্টা পর পৃথক এক বিবৃতিতে বলা হয়, ফার্ক আলোচকরাও কেরির সঙ্গে ঘণ্টা ব্যাপী বৈঠক করবেন।
কেরি বলেন, তিনি শান্তি প্রক্রিয়ার অগ্রগতি দেখতে আগ্রহী। তিনি রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক যুগান্তকারী সফরে কিউবার রাজধানীতে এসেছেন। ২০১২ সালের নভেম্বর থেকে কিউবার রাজধানীতে বেশ কয়েকবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচকরা সাম্প্রতিক মাসগুলোতে শান্তি প্রক্রিয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা উল্লেখ করলেও চূড়ান্ত একটি শান্তি চুক্তি এখনও হয়নি। এএফপি।
No comments:
Post a Comment