Social Icons

Tuesday, March 22, 2016

আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো বরখাস্ত

ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ওই শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতোর ডেপুটি আঙ্গেলা তোরেস বরখাস্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন।
 
ব্যাংকের নিয়ম লঙ্ঘন এবং নথিপত্র জালিয়াতির দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার থেকেই এ আদেশ কার্যকর হবে।
 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ১০১ মিলিয়ন ডলারের মধ্যে ৮১ মিলিয়ন ডলার ব্যাংকটির জুপিটার শাখায় এসেছিল এবং টাকাগুলো ওই শাখা ব্যবস্থাপকের তত্ত্বাবধানেই চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে তা ক্যাসিনো হয়ে চলে যায় হংকংয়ে।
 
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের অন্যান্য শাখা এবং কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা ধরনের বিধিনিষেধ আরোপের পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে অনেককে বরখাস্ত বা সাময়িক অব্যাহতিও দেয়া হতে পারে। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পরপরই এসব ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, রেমিটেন্সের ৮১ মিলিয়ন ডলার লন্ডারিংয়ে দেগুইতো এবং তার ডেপুটি তোরেস যৌথভাবে আইন লঙ্ঘন করেছেন এবং এই অপরাধে সহযোগিতা করেছেন।
 
বিষয়টি এখন ফিলিপাইন সিনেটের ‘ব্লু বিবন’ কমিটির পাশাপাশি অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিলসহ সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত করছে। দেগুইতো এবং তোরেসের বিরুদ্ধে উপযুক্ত অভিযোগপত্র আগামী সপ্তাহের মধ্যেই আদালতে দাখিল করা হবে বলেও জানায় আরসিবিসি। ইনকোয়ারার

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates