Social Icons

Friday, March 25, 2016

তারকাদের প্রতিবাদ ‘তনু হত্যার বিচার চাই’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের বিচার দাবিতে মাঠে নেমেছেন অনেকেই। ফেসবুকেও উঠেছে প্রতিবাদের ঝড়। ছোট ও বড় পর্দার অনেক তারকাও ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন সবার এক দাবি ‘তনু হত্যার বিচার চাই।’
নির্মাতা রেদওয়ান রনি ‘তনু হত্যার বিচার চাই’ ব্যানার নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। সেই ছবির নিচে অনেকেই কমেন্ট করে তার প্রতিবাদে সাড়া দিয়েছেন।
অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী তার এক স্ট্যাটাসে লিখেছেন, ‘তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের অনলাইন বরাবরের মতো যের কম সরব থেকেছে, তাতে এই সময়ের এই কালের মানুষ হিসাবে আমি আশ্বস্ত বোধ করছি। বিশ্বাস করি এই ঘটনার বিচার হবে। এ-ও বিশ্বাস করি জাতীয় গুরুত্বপূর্ণ আরও বিষয়াদিতেও আমাদের নেটিজেনরা সরব থাকবে, অবজেকটিভলি সোচ্চার হবে।’
মেহের আফরোজ শাওন আক্ষেপ করে স্ট্যাটাস দিয়েছেন, ‘আচ্ছা ওই অমানুষগুলো কি কাল রাতে স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে..? নিজ কন্যাকে ‘মা’ ডেকে মুখে তুলে খাইয়ে দিয়েছে..? তনুর শান্ত চোখ দুটো আমাকে সারারাত এই প্রশ্ন করেছে…’
এদিকে অভিনেত্রী প্রসূন আজাদ এই হত্যার বিচার দাবি জানিয়ে তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘যত দিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তত দিন পর্যন্ত নিজেকে বাংলাদেশি পরিচয় দেব না। এই দেশ ভোটের জন্য নানান রঙে সাজে, তনুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আমি পাকিস্তান থেকে বাংলাদেশ হবার কোনো তফাত দেখি না। বিএনপি, জামায়াত হাবিজাবি আরও যা আছে তারা যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে তারা আসুক। ক্ষমতায় না এসে নিরাপত্তা দিক… কই, এমন কিছুতো কখনো দেখি নাই। ক্ষমতার লোভ সবার।’
অভিনেত্রী আশনা হাবীব ভাবনাও আক্ষেপ করে স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘কী হবে নিজের ছবি দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস লিখে’। ছেলেরা ছবির নিচে কমেন্ট করবে আপু উই আর লুকিং বিউটিফুল। ইউ আর লুকিং হট সেক্সি। অ্যাড মি প্লিজ। আর বাজে কমেন্টস তো ফ্রি। কিছুই হয় না। কিছুই হবে না। একটা জুনায়েদ, সরি জুনায়েদ এর ভিডিও নিয়ে মানুষ যে উত্তেজনা দেখাল। কী হবে স্ট্যাটাস দিয়ে। ফেসবুকে নিজের কিছু কমেন্টস আর লাইক বাড়বে। দ্যাটস ইট। আর কিছু হবে না। এই দেশে মেয়ে সন্তান জন্ম নেওয়া পাপ। মেয়েদেরকে মানুষ ভাববে কবে পুরুষরা? মেয়ে মানেই প্রেম করার জিনিস, একটু নক করার জিনিস। মেয়ে একটা জিনিস থেকে কবে মুক্তি পাবে?’
ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দিয়েছেন এক দীর্ঘ স্ট্যাটাস। এই স্ট্যাটাসের এক অংশে তিনি লিখেছেন- ‘আমি যে দেশে বাস করি সে দেশের প্রধানমন্ত্রী একজন নারী। বিরোধী দুই দলের প্রধানও নারী, কিন্তু আমার রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমি মাঝে মাঝে হিজাব পরে মার্কেটে যেতাম, মনে হতো আমি একটু হলেও নিরাপদ……কিন্তু না, গতকাল জানলাম আমি বোরখা পরলেও নিরাপদ না। কারণ নিরাপদ হলে ১৮ বছর বয়সী তনুকে মরতে হতো না। এত দিন শুনে এসেছি মেয়েদের অশালীন কাপড় দায়ী এসব ঘটনার জন্য, মেয়েরা পয়লা বৈশাখে নাভি দেখায়ে শাড়ি পরে, তাই আমাদের ফুলের মতো ইনোসেন্ট ভাইয়ারা একটু দুষ্টামি করে শাড়ি ধরে টান দেয়। তো যে মেয়েটা হিজাব পরে সেই মেয়েটার কি দেখে রেপ করে গলা কেটে খুন করা হলো??? আজ থেকে আর কোনো মেয়ের পোশাক নিয়ে শঙ্কা/অভিযোগ দিবেন না। আপনার ছেলেকে, ছোট ভাইকে মেয়েদের সম্মান করতে শেখান, ভক্ষক হওয়ার চেয়ে রক্ষক হওয়ায় কতটা বীরত্বের- তা বুঝান।’
তিনি লিখেছেন, ‘তনু একজন না, তনু হাজারজন, এক তনুকে হারিয়েছি, আর কোনো তনু যেন না হারায়। তনু হত্যার এমন বিচার হওয়া উচিত, এরপর যাতে কোনো ছেলে কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাতেও ভয় পায়। চলুন আমরা সবাই এবার একটু সোচ্চার হই, it’s better to be late than never.’

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates