Social Icons

Sunday, March 20, 2016

খালেদার কথায় প্রাণনাশের শংকায় প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 'হাসিনাবিহীন নির্বাচন' করার ঘোষণায় নিজের প্রাণনাশের শংকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এই আশংকা প্রকাশ করেন। এ সময় সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে আওয়ামী লীগের সম্মেলন পেছানোর ঘোষণা দেন শেখ হাসিনা। 'হাসিনাবিহীন নির্বাচন' বলতে খালেদা জিয়া কী বোঝাতে চেয়েছেন- প্রশ্ন রেখে তিনি বলেন, '২১ আগস্ট গ্রেনেড হামলার মত আবার কোনো ঘটনা ঘটিয়ে হত্যার পরিকল্পনা করছেন কি না সেটাই আমার প্রশ্ন। ২১ আগস্ট গ্রেনেড হামলার আগেও বিএনপি নেত্রীসহ দলটির নেতারা এ ধরনের বক্তব্য দিতেন।' তিনি বলেন, 'চক্রান্ত ষড়যন্ত্র ছাড়া বিএনপির আর কোনো পথ নেই। তারা আর কোনো পথ চোখে দেখে না।' প্রধানমন্ত্রী ২১ আগস্ট বোমা হামলার আগের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, 'তখন তিনি (খালেদা) আমাকে এমন কথা বলেছেন- যে পথে আমার বাবাকে যেতে হয়েছে সে পথে আমাকে যেতে হবে। অর্থাৎ ১৫ আগস্টে আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেভাবে আমাকে হত্যা করা হবে। আমাকে এভাবে বিদায় দেবেন, আর রাজনীতি করতে পারবো না।' 'তখন এ কথাও বলেছিলেন- আমি প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবো না। অর্থাৎ আমার অস্তিত্ব থাকবে না এটাই বোঝাতে চেয়েছিলেন এবং তার পরেই ২১ আগস্টের ঘটনা। এটাও আমি দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই- তার এই বক্তব্যে তিনি কী বোঝাতে চেয়েছিলেন' যোগ করেন তিনি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates