Social Icons

Thursday, March 24, 2016

আইন মেনেই গুলি করা হয়েছে’

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসনে আইনের সব প্রক্রিয়া মেনেই গুলি চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক  মেজর জেনারেল আজিজ আহমেদ। আজ সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য ‘মোবাইল চিকিৎসা’  সেবার উদ্বোধনকালে তিনি একথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, এটা ইচ্ছাকৃতভাবে নয়, দায়িত্ব পালনকালে যে ধরনের প্রক্রিয়া মানা দরকার তার প্রত্যেকটা মেনেই গুলি চালানো হয়েছে। তবে, এমন ঘটনা অনাকাক্সিক্ষত। এমন ঘটনা কখনও প্রত্যাশিত নয়। বিজিবি গুলি করতে চায়নি দাবি করে আজিজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় লোকজন সহযোগিতা না করায় এ ধরনের ঘটনার অবতারণা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে কখনও কখনও অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। দায়িত্ব পালন করতে গিয়ে যদি পরিস্থিতি বাধ্য করে ভবিষ্যতেও গুলি চালাতে বিজিবি বাধ্য হবে। তিনি বলেন, কোন জায়গায় স্থানীয় লোকজন অসহযোগিতা করলে আর  কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বর্তায় না। এ পরিস্থিতি যারা সৃষ্টি করছে, তাদের ওপর এর দায়ভার বর্তায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates