ব্রাসেলস হামলা সম্পর্কে প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আবদেসালাম কিছুই জানতেন না বলে জানালেনতার আইনজীবি ম্যারি। তিনি বলেন, সালেহ আবদেসালাম আমাকে জানিয়েছিলেন তিনি যত দ্রুত সম্ভব ফ্রান্স ছাড়তে চান।
গত ১৮ মার্চ সালেহ আবদেসালামকে বেলজিয়ামের একটি শহর থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এর কয়েকদিন পরই ব্রাসেলসে হামলা হয়। তাই ধারণা করা হচ্ছিল আবদেসলামের ওই হামলার সঙ্গে যুক্ত। ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে এক ঘণ্টার ব্যবধানে এ জোড়া হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইউরোপজুড়ে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।
সালেহ আবদেসালামের সঙ্গে ওই হামলার ওয়ারেন্টভুক্ত মনির আহমেদ আল হাদজ নামের আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। গত নভেম্বর মাসে প্যারিস হামলার পর থেকে পালিয়ে ছিলেন আবদেসালাম। গ্রেফতারের আগে ব্রাসেলসের পাশের শহরের একটি ফ্ল্যাটে আবদেসালামের আঙ্গুলের ছাপ পাওয়া যায়। আর সেদিনই ওই ফ্ল্যাটে অভিযান চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এরপর মোলেনবেক শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হলে আবদেসালাম পায়ে গুলিবিদ্ধ হন।
No comments:
Post a Comment