ইয়েমেনের একটি পার্বত্য অঞ্চলে আল কায়েদা সহযোগীদের একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন সামরিক বিমান হামলায় বহু যোদ্ধা নিহত হয়েছে। পেন্টাগন মঙ্গলবার এই খবর জানিয়েছে।
এর আগে ইয়েমেন সরকার ও উপজাতি কর্মকর্তারা জানান, হাদরামাত প্রদেশের রাজধানী মুকাল্লার পশ্চিমে হাজরে প্রশিক্ষণ শিবিরে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় বহুসংখ্যক লোক হতাহত হয়। গত এপ্রিল থেকে নগরীটি আল কায়েদা যোদ্ধারা দখল করে রয়েছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেছেন, ৭০ জনেরও বেশি আল কায়েদা যোদ্ধা ওই ক্যাম্প ব্যবহার করতো। আরব উপদ্বীপের যোদ্ধারা এখান থেকে বিভিন্ন জায়গায় হামলা চালাতো। মঙ্গলবার ভোরে ওই ক্যাম্পে মার্কিন বিমান থেকে বোমা বর্ষণ করা হয়।
তিনি বলেন, অভিযানের ফল যাচাইয়ের চেষ্টা চলছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী, বহু আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছে। তিনি আরো বলেন, এটা আল কায়দাকে পরাজিত ও তাদের নিরাপদ স্বর্গ গুঁড়িয়ে দেয়ার মার্কিন অঙ্গীকারের প্রতিফলন।
এএফপি জানায়, নিহতদের মধ্যে কোন বেসামরিক নাগরিক আছে কিনা তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। উপজাতি সূত্রগুলো জানিয়েছে, আহত জঙ্গিদের মুকাল্লায় একটি হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় নয়টি গাড়িতে করে নিহতদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। এএফপি।
No comments:
Post a Comment