ইউরোপজুড়েই চলছে অভিবাসী সঙ্কট।ব্রাসেলস এবং প্যারিস হামলার পর শরণার্থীদের আশ্রয়ের ব্যাপারে বেঁকে বসেছে ইউরোপের ধনী রাষ্ট্রগুলো। বিশ্বব্যাপী মুসলিম এবং অভিবাসীদের স্থান দেয়ার বিরোধী এই অনুভূতি সৃষ্টির মুহূর্তে অভিবাসীদের পা ধুয়ে দিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
বৃহস্পতিবার ইতালীর কাস্টেলনুভো ডি পোর্টোতে পোপ বিভিন্ন ধর্মালম্বী অভিবাসীদের পাঁ ধুইয়ে দেন এবং পায়ে চুমু খান। এসময় তিনি বলেন, সব মানুষই একই ইশ্বরের বান্দা।
ক্রশবিদ্ধ হওয়ার আগে যিশু খ্রিষ্ট তার শিষ্যদের পাঁ ধুইয়ে দেন। ইস্টার সপ্তাহর আগে বৃহস্পতিবার পা ধুয়ে অভ্যর্থনা জানানো তাদের ধর্মীয় প্রথা। সেই প্রথাই পালন করলেন পোপ। পোপকেও উষ্ণ অভ্যর্থনা জানান শরনার্থীরা।
ক্যাম্পে প্রবেশের সময় বিভিন্ন ভাষায় ‘স্বাগতম’ লেখা ব্যানার নিয়ে পোপকে অভ্যর্থনা জানান হয়। এলাকাটিতে এখন প্রায় ৮৯২ জন অভিবাসী অবস্থান করছেন এবং অনেকেই মোবাইলে পোপের এ কাজের ভিডিও ধারন করেন।
ভ্যাটিকানের নিয়মানুযায়ী অনেক বছর ধরেই এ অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষদের অংশগ্রহণ করার নিয়ম থাকলেও জানুয়ারিতে ফ্রান্সিস নারী ও কিশোরীদের এ অনুষ্ঠান উদযাপনের অনুমতি দেন।
ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে পা ধুয়িয়ে দেয়ার জন্য চারজন নারী এবং আটজন পুরুষকে নির্বাচিত করা হয়। নারীদের মধ্যে একজন ইতালীয়ান এবং তিনজন ইরিত্রিয়ান খ্রিষ্টান নারী ছিলেন। পুরুষদের মধ্যে চারজন নাইজেরিয়ার ক্যাথলিক, মালি, সিরিয়া এবং পাকিস্তান থেকে তিনজন মুসলমান পুরুষ এবং ভারতের একজন হিন্দু পুরুষ।
No comments:
Post a Comment