পঞ্চগড়ে পুরোহিত খুনের মতো কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যাকাণ্ডেও আইএসের দায় স্বীকারের বার্তা এসেছে বলে দাবি করেছে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ।
বাংলাদেশে গত বছর ধরে একই কায়দায় কয়েকটি হত্যাকাণ্ডে আইএসের দায় স্বীকারের খবর ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী এই ওয়েবসাইটটি দিলেও তা নিয়ে প্রশ্ন তুলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠীটির কোনো তৎপরতা এদেশে নেই।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পৌর এলাকার গাড়িয়ালপাড়ায় বাড়ির সামনের রাস্তায় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে (৬৮) গলাকেটে হত্যা করেছে মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত। চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে হাতবোমা ফাটিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আইএসের দায় স্বীকারের বার্তা আসার খবর জানিয়ে বলা হয়, অন্যদের ‘শিক্ষা’ দেয়ার জন্য ধর্মান্তরিত হোসেন আলীকে হত্যা করা হয়েছে।
হোসেন আলী ১৯৯৯ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। স্থানীয় পাদ্রী (খ্রিস্টান ধর্মযাজক) রেভারেন্ড ফোরকান আল মসিহ জানান, হোসেন আলী তার সহকারী হিসেবে কাজ করছিলেন।
পঞ্চগড়ের পুরোহিত হত্যার আগে গত বছর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে হামলা, ঢাকায় শিয়া সমাবেশে বোমা হামলায়ও আইএসের দায় স্বীকারের বার্তা দিয়েছিল সাইট গ্রুপ।
No comments:
Post a Comment