Social Icons

Thursday, March 31, 2016

পাকিস্তানকে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের লাহোরে হামলার ঘটনায় নওয়াজকে ওবামার ফোন

গত সপ্তাহে লাহোরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি সন্ত্রাসবাদের ভয়াবহ বিপদ কমাতে পাকিস্তানকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বুধবার দেশ দুইটির দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হয় বলে পাকিস্তান রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর দ্য ডনের।

ওবামাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, ‘নওয়াজ শরীফের নেতৃত্বের অধীনে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তান তাত্পর্যপূর্ণ অগ্রগতি করেছে’। পাকিস্তান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, সন্ত্রাসীদের উদ্দেশ্য হলো ‘আমাদের বিশ্বাস দুর্বল করা’ এবং যাদের চেহারা আলাদা কিংবা যারা অন্যভাবে প্রার্থনা করে, তাদের বিরুদ্ধে মানুষকে দিয়ে হামলা চালানো।

অপরদিকে নওয়াজ ওবামাকে বলেন, প্রতিটি অতিবাহিত দিনে সন্ত্রাসের সঙ্গে যুদ্ধে জনগণের সংকল্প আরো শক্তিশালী হচ্ছে। তিনি আরো জানান, সেনাবাহিনী দেশজুড়ে সন্ত্রাসীদের অবকাঠামো এবং আশ্রয়স্থল ধ্বংস করে দেয়ার পর, এই শত্রুটি নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করছে।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় লাহোরের জনাকীর্ণ গুলশান-ই-ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হন। ওই হামলার পর জঙ্গি, তাদের মদদদাতা ও তাদের লুকিয়ে থাকার জায়গাকে লক্ষ্য করে পাঞ্জাবজুড়ে একটি ব্যাপক-বিস্তৃত অভিযানের ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী ও র্যাঞ্জার্স। সেনাপ্রধান রাহেল শরীফের সভাপতিত্বে জেনারেল সদর দপ্তরে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠকের সময় এই সিদ্ধান্তটি নেয়া হয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates