স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে ফনিক্স এলাকায় ট্রাম্পের র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এরই প্রাক্কালে অর্ধ শতাধিক বিক্ষুব্ধ জনতা সেখানকার একটি মহাসড়ক অবরোধ করেন। এ অঙ্গরাজ্যের ৩০ ভাগ মানুষই হিসপানিক। খবর দ্যা গার্ডিয়ানের।
প্রচারণার শুরু থেকেই অবশ্য বিতর্কিত ও সাম্প্রদায়িক মন্তব্যের কারণে ট্রাম্প ছোটখাট বাধার মুখে পড়ছেন।
তবে সম্প্রতি এ বাধা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এরই ধারায় আরিজোনায় মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব বিক্ষোভে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
নিউইয়র্কের ম্যানহাটনে কলম্বাস সার্কেলে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘বর্ণবাদী ট্রাম্প, নিপাত যাক’।
এছাড়া তাদের হাতের পোস্টারে লেখা ছিল, ‘ট্রাম্পকে বিতাড়িত করো’, ট্রাম্পকে চার দেয়ালে বন্দি কর।
বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গোঁড়া ট্রাম্পের হাত থেকে আমাদের সংবিধান বাঁচাও’, ‘২৫০০০ শরণার্থীর সঙ্গে কি একজন ট্রাম্পকে বিনিময় করবে?
No comments:
Post a Comment