Social Icons

Sunday, July 22, 2018

ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করে ২৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। দেশের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেছেন তামিম ইকবাল। তার ১৬০ কলের ইনিংসটি ১০ চার ও তিন ছক্কায় সাজানো। এছাড়া ৯৭ রান করেন সাকিব আল হাসান। শেষ দিকে ১১ বলে ৩০ রান করে স্কোর মোটাতাজা করেন মুশফিকুর রহিম।
তামিমের ১০ম সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে দেশে সেরা ওপেনারের এটা ১০ম সেঞ্চুরি।
টেস্টের সাদা পোশাকে এর আগে ৮টি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন তামিম। ক্রিকেটের তিন ফর্মেটে দেশের হয়ে সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি করেন তামিম ইকবাল।
ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে সেঞ্চুরি করেছেন (১২৭)। আর টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালের অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায়।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাকিব
আক্ষেপ সাকিবের। ভালো খেলেও সেঞ্চুরি পেলেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। মাত্র ৩ রানের জন্য শতরানের দেখা পাননি সাকিব আল হাসান।
৪৫তম ওভারের তৃতীয় বলে দেবেন্দ্র বিশুকে সুইপ শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিব আল হাসান। সেঞ্চুরির পথে থাকা সাকিব মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ১২১ বল খেলে ৬ বাউন্ডারিতে ৯৭ রান করে ফেরেন সাকিব।
সেঞ্চুরি না পেলেও অসাধারণ খেলেছেন তিনি। দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে ২০৭ রানের জুটির রেকর্ড গড়েন সাকিব।
সাকিব-তামিমের জুটির রেকর্ড
রোববার গায়ানায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। স্কোর বোর্ডে এক রান জমা হতেই সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়।
শুরুর সেই ধকল সামলে ওঠার আগেই বৃষ্টির বাগড়া। বৃষ্টি এবং ক্যারিবীয় পেস আক্রমণ সামলে বাংলাদেশকে পথ দেখান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates