Social Icons

Thursday, September 27, 2018

অনুপস্থিতিতে বিচার চলার আদেশ নিয়ে হাইকোর্টে খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে, নিম্ন আদালতের এমন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার এ আবেদনের কথা সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। পাশাপাশি এ আবেদনে মামলার বিচার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে বলে জানান তিনি।  
এর আগে গত ২০ সেপ্টেম্বর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর অবস্থিত ৫ম বিশেষ জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই যুক্তিতর্ক শুনানি চলবে আদেশ দেন।
মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল গত ১২ সেপ্টেম্বর। কিন্তু সেদিন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তার পরিবর্তে খালেদার কাস্টডি আদালতে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, খালেদা জিয়া আদালতে হাজির হতে ‘অনিচ্ছুক’। এরপর ১৩ সেপ্টেম্বরও খালেদার ‘অনিচ্ছা’র কথা জানিয়ে একই কাস্টডি পাঠানো হয় আদালতে।
সেদিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে কি-না, এ বিষয়ে আদেশের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
বৃহস্পতিবারের আদেশে আদালত বলেন, ‘মামলাটা পৌনে দুই বছর যাবত যুক্তিতর্ক শুনানির পর্যায়ে আছে, খালেদা জিয়া ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না। মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। অন্য আসামিরাও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।’
এমতাবস্থায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই অন্যান্য আসামির পক্ষে যুক্তিতর্ক শুনানির জন্য আইনজীবীদের নির্দেশ দেন আদালত।
এ আদেশের পর দুপুর দেড়টার দিকে আদালত বিরতি দেন। দুপুর ২টায় আবার বসবে আদালত।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার সম্পন্ন করতে পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করে গেজেট প্রকাশ করে।
আইন মন্ত্রণালয়ের ওই গেজেটে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত থেকে নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের কক্ষ নম্বর-৭ কে অস্থায়ী আদালত ঘোষণা করা হয়েছে। এখন থেকে সেখানেই খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ সম্পন্ন হবে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এরপর থেকে তারিখ পড়লেও অসুস্থ থাকায় চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির হতে পারেননি তিনি।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করে দুদক।

অং সান সু চির নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কানাডা

মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা জাতি গোষ্ঠীর ওপর ধ্বংসযজ্ঞ ও বিতাড়ন ইস্যুতে বিশ্বব্যাপী সমালোচনায় দেশটির নেত্রী অং সান সু চি। একের পর এক বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা হারাচ্ছেন তিনি। এবার তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করার পদক্ষেপ নিচ্ছে কানাডা।
সু চির নাগরিকত্ব বাতিলের বিষয়ে কানাডার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হচ্ছে। ওই বিলের ওপর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটিকে মুসলিমদের ওপর সেনাবাহিনীর বর্বর অভিযানে গণহত্যা আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন কানাডার সংসদ সদস্যরা।
রোহিঙ্গা নির্যাতন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের যে প্রতিবেদনে দিয়েছে সেটিও বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে দেশটির হাউস অব কমন্সে।
নিউইয়র্কে জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পার্লামেন্ট তাকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছিল। তাই এ বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার করে বলছি যে, মিয়ানমারের নেত্রী অং সান সু চির কানাডার নাগরিকত্ব আছে কি নেই, সেটি সম্মানসূচক নাকি সম্মানসূচক নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা কোনো পার্থক্য করে না।

Wednesday, September 26, 2018

বাহুবলী তারকা প্রভাসের বিয়ের গুঞ্জন!

‘বাহুবলী’ ছবির মাধ্যমে বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। এই তারকা অভিনেতার প্রেম ও বিয়ে নিয়ে ভারতীয় গণমাধ্যমে কম জল্পনা-কল্পনা হয়নি।
বিশেষ করে আরেক তারকা অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে বহুবার তার বিয়ে ও প্রেমের গুঞ্জন শোনা গেছে। মাঝে শোনা গিয়েছিল কোনও এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি বিয়ে করতে পিঁড়িতে বসছেন প্রভাস। এমন একটি তথ্য আবারও ভেসে আসছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী মাসে প্রভাসের জন্মদিন। আর ওইদিনই নাকি বিয়ের দিন, তারিখের ঘোষণা করবেন নায়ক নিজেই। অক্টোবরের ২৮ তারিখ নিজের জন্মদিনে বিয়ের ঘোষণা করবেন প্রভাস। এছাড়া জন্মদিনেই প্রভাসের নতুন চলচ্চিত্র ‘সাহো’র প্রথম লুকও প্রকাশ্যে আসবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্তদের জন্যে আর কী কী সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছেন এই সুপারস্টার।
প্রভাসের বিয়ে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে তার বেশ কদর আছে নারী মহলে। বাহুবলীর দ্বিতীয় কিস্তির পর নাকি ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। এখন দেখার বিষয় নিজের ঘরণী হিসেবে প্রভাস কাকে পছন্দ করেন।

ম্যাচ জেতার কৃতিত্ব বোলারদের দিলেন মাশরাফি

১৪ তম এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে পাকিস্তান। ফলে ৩৭ রানের জয় নিয়ে এবারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর এই ম্যাচ জেতার কৃতিত্ব বোলারদের দিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বোলারদের কৃতিত্ব দিয়ে মাশরাফি বলেন, "আমরা আজ কিছুটা ভিন্ন কৌশল খাটিয়েছি। সাধারণত আমি বল শুরু করি, কিন্তু আজ আমরা মিরাজকে দিয়ে শুরু করেছি। বোলাররা দারুণ বল করেছে।"
মাঠে ফিল্ডারদের দারুণ ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন,  "আমাদের ফিল্ডিং নিয়ে আমরা আজ গর্ব করতে পারি। অনেকদিন ধরেই এমন ভালো ফিল্ডিং দেখিনি। তাই আশা করি ছেলেরা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব বুঝতে পারবে।"
তবে দলকে বিপদ থেকে টেনে তোলার জন্য মুশফিক ও মোহাম্মদ মিথুনের কথা বলতেও ভোলেননি মাশরাফি। তিনি বলেন, "মুশফিক আর মিথুন সত্যি দারুণ ব্যাটিং করেছে।"
এদিন, মাশরাফি নিজেই ‘সুপারম্যান’র মতো ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন শোয়েব মালিকের। সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি ভাগ্যবান যে আমি ক্যাচটা মিস করিনি, কারণ শোয়েব মালিক দারুণ ফর্মে ছিল, আজ সবমিলিয়ে আমাদের ফিল্ডিং দুর্দান্তই হয়েছে।"

মধ্যপ্রাচ্যের তিন দেশ থেকে মিসাইল সিস্টেম সরাবে যুক্তরাষ্ট্র


মধ্যপ্রাচ্যের তিনটি দেশ থেকে বিমানবিধ্বংসী মিসাইল সিস্টেম সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আগামী মাসে কুয়েত থেকে দুইটি এবং জর্ডান ও বাহরাইন থেকে একটি করে প্যাট্রিয়টিক মিসাইল সিস্টেম প্রত্যাহার করে নেওয়া হবে।
 
মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আগের চেয়ে যখন বেড়েছে তখনই এই খবর জানা গেল। -রয়টার্স 

মালদ্বীপে ক্ষমতা ধরে রাখতে চায় ইয়ামিন সরকার

মালদ্বীপের বিরোধী জোট অভিযোগ করেছে, প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। চলতি সপ্তাহের নির্বাচনে তিনি পরাজয় স্বীকার করেও এমন চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এদিকে চীন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কড়া সমালোচনা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র
 
মালদ্বীপে বিরোধী জোটের মুখপাত্র আহমেদ মাহলুফ গতকাল বুধবার বলেন, সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ইয়ামিন ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। এছাড়া তিনি চূড়ান্ত ফল প্রকাশে বিলম্ব ঘটানোরও চেষ্টা করছেন। ইয়ামিন তার প্রতি অনুরক্ত পুলিশ কর্মকর্তা খুঁজছেন এবং গোয়েন্দা রিপোর্ট তৈরির চেষ্টা করছেন যাতে বলা হবে নির্বাচনে কারচুপি হয়েছিল। এই বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
নিজেদের অর্থায়নে পরিচালিত মালদ্বীপে বিভিন্ন প্রকল্পের সমালোচনা করায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কড়া সমালোচনা করেছে চীন। ‘ভারতপন্থি’ নাশিদের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে চীন বলেছে, কোনো এক ব্যক্তির বক্তব্যে তাদের ভয় দেখানো যাবে না। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং জয়ী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগন তাদের পছন্দ অনুযায়ী ভোট দিয়েছে। আশা করি দেশটিতে স্থিতিশীলতা বিরাজ করবে। এই সময় তিনি নাশিদের সমালোচনা করেন।

Monday, September 24, 2018

ইসরাইলকে 'না', সিরিয়ায় এস-৩০০ পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়ার এস-৩০০
সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠাচ্ছে রাশিয়া। আগামী ২ সপ্তাহের মধ্যে এ প্রযুক্তি সিরিয়ায় পাঠানো হবে বলে সোমবার জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগো।
সিরিয়ায় রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যে এ ঘোষণা দিল রাশিয়া। কয়েক দিন আগে সিরিয়ায় রাশিয়ার বিমান বিধ্বস্ত হয় এবং ওই ঘটনায় ১৫ রাশিয়ান নিহত হয়।
সিরিয়ায় বর্তমানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-২০০ মোতায়েন রয়েছে, যা রাশিয়ার বিমানটি সঠিকভাবে শনাক্ত করতে পারেনি বলে মনে করছে রাশিয়া। এ জন্য দ্রুত এস-৩০০ মোতায়েন করা হচ্ছে।
তবে ২০১৩ সালে প্রথম রাশিয়া সিরিয়াকে এস-৩০০ দিতে রাজি হয়। তখন ইসরাইল আপত্তি করলে পিছিয়ে আসে রাশিয়া। কিন্তু এবার আর ইসরাইলের আপত্তিকে পাত্তা দিচ্ছে না দেশটি।
সার্গেই সইগু বলেন, সিরিয়ায় এস-৩০০ মোতায়েন করা হলে কিছু মানুষের ঔদ্ধত্য কমে যাবে; যারা আমাদের ওপর হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

বিকল্পধারার মহাসচিব মান্নানকে দুদকে তলব - অর্থ আত্মসাতের অভিযোগ

বিকল্প ধারার মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান। ফাইল ছবি
বিকল্প ধারার মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ২৭ সেপ্টেম্বর সকালে দুদকে হাজির হতে সোমবার নোটিশ দেন সংস্থাটির উপপরিচালক এসএম সাহিদুর রহমান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর মান্নানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানির (বিএফআইসি) চেয়ারম্যান থাকাকালীন ঋণের আড়ালে ওই প্রতিষ্ঠান থেকে ৫১৮ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তার বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০১৬ সালে। কিন্তু অনুসন্ধানটি গতি পেয়েছে সম্প্রতি। দুদকের নোটিশে মেজর মান্নানকে হাজির হওয়ার সময় অভিযোগ সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

অতিরিক্ত ঘুমে নিজের বিপদ ডেকে আনছেন না তো?

সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত ঘণ্টার ঘুম জরুরি? বয়স ভেদে ছয় থেকে আট ঘণ্টা। যদি এর চেয়ে কম ঘুম হয় তো? তাহলেই বিপদ। আর যদি আট ঘণ্টার বেশি কেউ ঘুমায় তাহলে? তাতেও বিপদ।
গবেষকরা জানিয়েছেন, হার্টের সুস্থতার জন্য ছয় থেকে আট ঘণ্টার ঘুম উপকারি। কেউ যদি রোজ এই সময়ের চেয়ে বেশি বা কম ঘুমায় তাহলেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
জার্মানির মিউনিখের ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেস এই গবেষণা চালিয়েছে। তাদের দাবি, ‘হৃদরোগের ঝুঁকি কমাতে চাইলে অতিমাত্রায় কম ঘুম অথবা বেশি সময় বিছানায় থাকা ঠিক নয়।’
গ্রিসের অনাসিস কার্ডিয়াক সার্জারি সেন্টারের ড. ইপামিনোনদাস ফন্তাস এই গবেষণা প্রতিবেদনটি লিখেছেন। তার ভাষ্য, ‘আমাদের গবেষণা থেকে দেখা গেছে, ‘ঘুম কম হওয়া ও খুব বেশি ঘুমানো- দুটিই হার্টের জন্য ক্ষতিকর।’
তবে তিনি এ কথাও জানিয়েছে, ‘এই গবেষণা এখনো শেষ হয়নি। কেন এমনটা হয়, তা স্পষ্টভাবে জানার জন্য আরো সময় প্রয়োজন। তবে এতটুকু তো আমাদের জানাই যে, ঘুমের কারণে শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়া পরিচালিত হয় হয়- যা হার্টের উপর প্রভাব বিস্তার করে।
১০ লাখ প্রাপ্তবয়স্কের উপর চালানো ১১টি গবেষণা বিশ্লেষণ করে এই গবেষণার ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা গেছে, ‘যারা ছয় ঘণ্টার কম ঘুমাতেন অথবা আট ঘণ্টার বেশি তারা হৃদরোগের ঝুঁকিতে ছিলেন অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কার্ডিয়াক নার্স এমিলি ম্যাকগ্রাথ বলেন, ‘সুস্থ থাকার জন্য রাতে নির্বিঘ্ন ঘুম খুব জরুরি।’
তবে তিনি এই কথাও বলেছেন, ‘ছুটির দিনটায় একটু বেশি সময় যাদের ঘুমানোর অভ্যাস তাদের দুশ্চিন্তায় থাকার দরকার নেই। তবে যারা প্রতিদিন ঘুমের সমস্যায় ভুগেন। তাদের এখনই সতর্ক হওয়া উচিত।’
# ভয়েস বাংলা

যুক্তরাজ্যে নেতিবাচক আচরণের শিকার বাংলাদেশিরা

জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে সন্দেহে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীরা নেতিবাচক আচরণের শিকার হচ্ছেন। বাংলাদেশি ছাড়াও এ তালিকায় রয়েছেন শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশরাও। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান কমরেস পরিচালিত এশিয়ান নেটওয়ার্কের জরিপে এ তথ্যে উঠে এসেছে। জরিপে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী দুই হাজার ২৬ জনের মতামত নেওয়া হয়, যাদের জন্ম ব্রিটেনে কিন্তু তাঁরা বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ।
জরিপটির তথ্য এমন এক সময়ে প্রকাশিত হলো যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় দেশটিতে বসবাসকারি বাংলাদেশি নাঈমুর জাকারিয়া রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আর সিরিয়ায় পাড়ি দেওয়া অনেক ব্রিটিশ বাংলাদেশি স্কুলছাত্রীর এখনো হদিস পায়নি তাঁদের পরিবার। এসব ঘটনার জেরে যুক্তরাজ্যে নতুন করে নেতিবাচক রূপে চিত্রিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। জরিপের তথ্যে দেখা গেছে, বাংলাদেশিসহ এক-তৃতীয়াংশ মনে করেন, তাঁরা অন্যান্য নন-এশিয়ান কমিউনিটির তুলনায় খারাপ আচরণের শিকার হচ্ছেন। এদের মধ্যে ৫৯ শতাংশ বলেছেন, তাঁরা অশোভন আচরণের শিকার হচ্ছেন। ৫৩ শতাংশ মনে করেন তাঁরা অনর্থক সন্দেহের লক্ষবস্তুতে পরিণত হচ্ছেন।
ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মীরা বলছেন, যুক্তরাজ্যে জঙ্গিবাদের মূল হোতা পাকিস্তানিরা। কিন্তু এখন কৌশলে তাঁরা নেপথ্যে চলে গেছে। আর বাংলাদেশিরা বলির পাঁঠা হচ্ছেন। গুটিকয়েক বাংলাদেশির কারণে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যদি সন্দেহের শিকার হয় সেটা উদ্বেগজনক।
লন্ডনে একটি কলেজের শিক্ষক ড. রেনু লুৎফা। তিনি বলেন, টেররিস্টদের কাজ হলো সমাজকে বিভক্ত করা। এদের সংগে ধর্মের কোনো সম্পর্ক নাই। একটা বাংলাদেশি গ্রুপ এদের সংগে রয়েছে বলে জানা গেছে। নেতিবাচক আচরণের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা হেনেস্তার শিকার হচ্ছি, কিন্তু এর দায় কাউকে হুট করে দেওয়া যাবে না। আমাদেরও কিছু সামাজিক দায় রয়েছে যা পালনে আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি।’
#ভয়েস বাংলা

Friday, September 14, 2018

ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র


বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে। তবে এই বন্ধ ক্ষণস্থায়ী হবে বলে তারা আশা করছে। খবর এএফপি’র।
 
ইসরাইলের সাথে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনিদের চাপের মুখে রাখার লক্ষে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মিশনটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা সৃষ্টির এটি ছিল সর্বশেষ ঘটনা। গত ডিসেম্বরে ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে বিতর্কিত নগরী জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করে।
 
প্রতিদ্বন্দ্বী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া প্রথম চুক্তি অসলো চুক্তির ২৫তম বার্ষিকীতে মিশনটি বন্ধ করে দেয়া হলো। তাদের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত নিরসনে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল এ চুক্তিতে। সম্পর্কের তিক্ততার কারণে তাদের মধ্যে শান্তি আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে।
 
এদিকে ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধে যুক্তরাষ্ট্রের এমন ‘দুঃখজনক ও প্রতিহিংসাপূর্ণ’ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জুমলত।

ভারতের হরিয়ানায় রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত ছাত্রীকে গণধর্ষণ

ভারতের হরিয়ানা রাজ্যে মাধ্যমিক পর্যায়ে কেন্দ্রীয় বোর্ডে শীর্ষ স্থানধারী এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। ১৯ বছরের ওই ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করে এক দল যুবক। পরে অচেতন অবস্থায় একটি বাসস্ট্যান্ডের সামনে তাকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
 
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানায়, কলেজের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী রিওয়ারিতে তার গ্রামের কাছেই একটি কোচিং সেন্টার থেকে ফিরছিল। সে সময় তিন যুবক একটি গাড়িতে করে এসে দাঁড়ায় এবং ছাত্রীটিকে টেনে হিঁচড়ে ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয় তাকে।
 
তিন যুবক যখন ছাত্রীটিকে ক্ষেতে টেনে নিয়ে যায়, তখন সেখানে উপস্থিত অন্যান্য পুরুষরাও তাকে ধর্ষণ করে। অভিযোগকারীর দাবি, ধর্ষকরা সকলেই তার গ্রামের।
 
সংবাদমাধ্যমের খবর ধর্ষণের শিকার ওই তরুণীর মামলা নিতে গড়িমসির অভিযোগ ওঠেছে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের দাবি, তাদের অভিযোগে প্রথমে খুব একটা আমল দেয়নি স্থানীয় থানা। কেবল একটা এফআইআর নিয়েই দায় সেরেছে তারা। বরং অভিযোগ দায়ের করতে ছাত্রীর পরিবারের লোকদের এক থানা থেকে অন্য থানায় ছুটে বেড়াতে হয়েছে।
 
সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে ক্ষোভ প্রকাশ করে ওই ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে সিবিএসই-তে শীর্ষ স্থান অধিকার করেছিল, স্বয়ং মোদীজির হাত থেকেও পুরস্কার নিয়েছে। মোদীজি বলেন, বেটি পড়াও, বেটি বাঁচাও। কিন্তু, তা আর কীভাবে সম্ভব? আমি বিচার চাই, পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি।’
 
এক পুলিশ অফিসারের দাবি, এই ঘটনায় 'জিরো এফআইআর' দায়ের করা হয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার পর যখন সেই অভিযোগ অন্য থানায় (অপরাধের এলাকা সংশ্লিষ্ট থানার) দায়ের করা হয়, তখন 'জিরো এফআইআর' নথিভুক্ত করা হয়। এই এইআইআর পরবর্তীকালে সঠিক থানায় স্থানান্তরিত করে দেওয়া হয়।
 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই 'জিরো এফআইআর' ইতিমধ্যে নিয়মিত মামলায় পরিণত হয়েছে।যে থানার অধীন এলাকায় অপরাধটি ঘটেছে, সেখানেই অফআইআরটি স্থানান্তরিত করা হয়ে গিয়েছে।

হারিকেন ফ্লোরেন্স: বহু লোক সরে গেলেও বন্দীরা কারাগারে

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট  হারিকেন ফ্লোরেন্স যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে আঘাত হানতে শুরু করেছে। হারিকেনটি দুর্বল হয়ে নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে। এই অঙ্গরাজ্য দুটির ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
 
বিবিসির খবরে বলা হয়, জলোচ্ছ্বাস আর বৃষ্টির ফলে নিউ বার্ন নামে একটি উপকূলীয় শহরের কিছু অংশ ৯ ফুট পানির নিচে চলে গেছে। এছাড়া অন্তত দুই লাখ লোকের বাড়িতে বিদ্যুৎ নেই। 
 
নর্থ ও সাউথ ক্যারোলাইনার লোকজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নর্থ ক্যারোলাইনায় কমপক্ষে দুটি কারাগারের বন্দীদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়নি। তবে সাউথ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার কিছু কারাগার থেকে বন্দীদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
স্যাটেলাইট থেকে তোলা ছবি
 
নর্থ ক্যারোলাইনায়র কারাগারের কর্মকর্তারা জানান, কারাবন্দীদের অন্য কোনো জায়গায় নেওয়া হবে না। কারণ অতীতের অভিজ্ঞতা থেকে তারা মনে করছেন, অন্য কোথাও নেওয়ার চেয়ে কারাগারেই নিরাপদ থাকবে বন্দীরা।
 
কারাগারের একজন কর্মকর্তা জানিয়েছেন, বন্দীদের অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়াটা ব্যয়বহুল। এছাড়া বন্দীদের সরিয়ে নিতে অনেক লোকবল প্রয়োজন, দুর্যোগের সময় সেই লোকবল পাওয়াও কঠিন।
 
উল্লেখ্য, ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনা যখন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল, তখন কারাগারগুলোতে হাজার হাজার কয়েদী বিপদে পড়েছিল। এতে করে  সেসময় কমপক্ষে ১ হাজার বন্দীর মৃত্যু হয়েছিল। খবর: বিবিসি

অফিসে ধর্ষণ ও মারধরের শিকার চাকরিপ্রার্থী তরুণী (ভিডিও)

বন্ধুর অফিসে চাকরির জন্য গিয়েছিলেন এক তরুণী। তবে স্বেচ্ছায় যাননি। বন্ধু তাকে চাকরি দেবে বলে ডেকে পাঠায়। এ জন্যই গিয়েছিলেন। কিন্তু অফিসে গিয়ে ধর্ষণ ও মারধরের শিকার হন। এমন অভিযোগ করেন ওই তরুণী।
 
গত ২ সেপ্টেম্বর দুপুর ৩টায় ভারতের দিল্লির উত্তম নগর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনার ঝড় উঠে। 
 
ভিডিওতে দেখা যায়, নির্মমভাবে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করা হচ্ছে। ওই তরুণীকে টেনে নিয়ে তাকে কিল, চড় মারা হয়। তার পেটে লাথিও মারা হয়। করা হয় গালিগালাজ।
 
যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন রহিত সিংহ তোমর। এই যুবক দিল্লি পুলিশের (মধ্য) নারকোটিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর অশোক সিংহ তোমরের ছেলে। রহিতেরই এক বন্ধু গোটা ঘটনার ভিডিও করেন। 
 
পুলিশের কাছে লিখিত অভিযোগে নির্যাতিতা তরুণী বলেন, রহিত আমাকে ওর বন্ধুর অফিসে কাজের জন্য ডেকে পাঠায়। আমি সেখানে গেলে আমাকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার কথা আমি পুলিশকে জানাব বলতেই রহিত আমাকে মারধর করতে শুরু করে।
 
পুলিশ জানায়, অফিসটি পরিচালনা করেন রহিতের বন্ধু আলি হাসান। ২১ বছর বয়সী ওই তরুণী ওই অফিসে গিয়েছিলেন চাকরির খোঁজে।
 
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নির্দেশে শুক্রবার রহিতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ এবং ৩৫৪ নম্বর ধারায় মামলা করেছে পুলিশ। খবর: আনন্দবাজার

গণতন্ত্র এখন অনেক বেশি চাপে পড়েছে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিগত দশকগুলোর যেকোনো সময়ের তুলনায় গণতন্ত্র এখন অনেক বেশি চাপে রয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
 
মহাসচিব গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক দিবসে আমাদের উচিত গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্ভাব্য উপায় এবং যে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেগুলোর সমাধানে কাজ করা। এজন্য অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য মোকাবিলা, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে আরো অন্তর্ভুক্তিমূলক করা এবং উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গণতন্ত্রকে আরো উদ্ভাবনী আর ইতিবাচকভাবে ক্রিয়াশীল করার চেষ্টা করতে হবে।
 
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সবাইকে যৌথভাবে কাজ করতে অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

Monday, September 3, 2018

ধীরে ধীরে পানির নিচে যাচ্ছে ব্যাংকক সিটি!

ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী। পৃথিবীর রঙিন শহরগুলোর একটি। বাড়িঘর-অফিস-কাছারি থেকে গাড়ি-ঘোড়া সবই নানা রঙে রঙিন। তাই তো ব্যাংকক নামটি কানে আসার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে সুদৃশ্য শহরের প্রতিচ্ছবি। সমুদ্রের অবাধ্য জলরাশি সর্বদা যে শহরের পা ধুয়ে দিচ্ছে। চোখ জুড়ানো সমুদ্র সৈকত বারবার ভ্রমণপিপাসুদের টেনে নিয়ে গেছে থাইল্যান্ডের রাজধানী শহরে। পর্যটন ব্যবসায় এগিয়ে থাকা শহরটিকে সুন্দর করতে কী নেই যে তা তৈরি হয়নি। স্কাই স্ক্যাপার থেকে শুরু করে বিনোদনের হরেক পসরা। ব্যাংককে বেড়াতে গিয়ে ক্যাসিনোয় যান না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ছবির মতো সুন্দর শহর ব্যাংককও কিন্তু ভয়ের প্রহর গুণছে। আর সেই ভয়ের নাম বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি। এখনও যদি পরিবেশ সচেতনতায় জোর দেওয়া না হয় তবে আগামী এক দশকের মধ্যে ডুবে যেতে পারে সৈকতবিলাসীদের সাধের শহর ব্যাংককসহ থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। 
পরিস্থিতি বিবেচনায় করে চলতি বছরের শেষেই পোল্যান্ডে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন। সেখানেই ব্যাংককের প্রাকৃতিক ভাগ্য নিয়ে জোর আলোচনা শুরু হবে। পর্যটকদের উপবন হিসেবে গড়ে তুলতে গিয়ে ব্যাংকক শহরটি এখন চূড়ান্ত বিপদ সীমায় দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের জলস্তর থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে থাকা শহরটিতে শুধু বিপদের হাতছানি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে যে কোনদিন ডুবতে পারে সাধের ব্যাংকক। এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
এমনিতেই বৃষ্টি হলে শহরের বিস্তীর্ণ অংশ পানির তলায় চলে যায়। গত কয়েকবছরে শহরের বিভিন্ন অংশে এতটাই পানি জমতে শুরু করেছে যে যান চলাচলেও নিয়্ন্ত্রণ আনা হয়েছে। দূষণ কমাতে ক্যানেল তৈরি করে চলছে বাজারহাট।ক্যানেলের পানিতে বজরা নৌকা ভাসিয়ে চলছে বিকিকিনি। এই ছবি দেখে অনেকেই ব্যাংককে পূর্বের ভেনিস হিসেবে তুলনাও করেছেন। সৌন্দর্যের তুলনার আড়ালে কিন্তু ভয়ের ব্যাপ্তি বেড়েই চলেছে। দূষণের মাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিপদ।
শহরের বেশিরভাগ অংশ ডুবছে। ২০৩০-এর মধ্যে শহরের ৪০ শতাংশ পানির তলায় চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি বড়মাপের কোনও সুনামি বা জলোচ্ছ্বাস হয় তাহলে তো কথাই নেই। বিপর্যয় বাড়বে পাল্লা দিয়ে। প্রকৃতির ভয়াবহতাকে রুখতে তৎপর সেদেশের সরকার। তাই ২,৬০০ কিলোমিটার দীর্ঘ এক খাল কেটে পাম্পিং স্টেশনের সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে। তার সঙ্গে আটটি সুড়ঙ্গের যোগ থাকবে। ব্যাংকক প্লাবিত হলেই কাজ শুরু করবে পাম্পিং স্টেশন। সুড়ঙ্গ দিয়ে পানি বের করে দেওয়া হবে।
দিনের বেলায় সৈকতে বিকিনি সুন্দরীদের ভিড়। রাত বাড়লেই ক্যাসিনোর মোহময়ী আলো মন টানবে। তবে প্রযুক্তির বিনিময়ে আসা সৌন্দর্যে মিশে থাকে বিষ বাতাস। তাই পর্যটক টানতে শহরকে বারবার কাটাছেঁড়া করতে গিয়ে ব্যাংককের শরীরে লেপটে গেছে প্লাবনের আশঙ্কা। অকাল বিপর্যয়ে কাঁপছে ব্যাংকক। এখনই সচেতন না হলে যা ভ্রমণপিপাসুদের কাছে অতীত হয়ে থাকবে নজরকাড়া ব্যাংকক সিটি। সূত্র: সংবাদ প্রতিদিন

মহাসাগরে ভাসমান মসজিদ, প্রতি ৩ মিনিট পরপর খুলে যায় ছাদ

অদ্ভুত সুন্দর একটি মসজিদ। এর অবস্থান মরক্কোয়। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয়, ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপর। দৃষ্টিনন্দন পানিতে ভাসমান এ মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক হাসান–২ বা দ্বিতীয় হাসান মসজিদ। 
বাদশাহ দ্বিতীয় হাসান কাসাব্লাঙ্কা শহরে এ মসজিদটি তৈরি করেছেন। মসজিদটির নির্মাণ কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা। আর এর নকশা তৈরি করেছিলেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। একে ভাসমান মসজিদ বলার কারণ মসজিদটির তিনভাগের একভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত।
মসজিদটিতে প্রায় ১ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর মিনারের উচ্চতা ২০০ মিটার। আর মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার। মসজিদের ছাদটি প্রতি ৩ মিনিট পরপর যান্ত্রিকভাবে খুলে যায় বলে এর ভেতরে আলো-বাতাস প্রবেশ করতে পারে। তবে বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না।
২২.২৪ একর জায়গার ওপর অবস্থিত এ মসজিদের মূল ভবনের সঙ্গেই আছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, ওজুখানা এবং কনফারেন্স রুম। ২৫০০ পিলারের ওপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশে সাজানো আছে ১২৪টি ঝরণা এবং ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি।  
মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ১৯৮৭ সালের আগস্ট মাসে। প্রায় ২৫ হাজার শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে এটি প্রায় সাত বছরে নির্মিত হয়। ১৯৯৩ সালের ঈদে মিলাদুন্নবীর দিনে মসজিদটির উদ্বোধন করা হয়। সেসময় এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৮০ কোটি ডলার।

হার্ট অ্যার্টাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের বেশি, জানাল গবেষণা!

আরও একবার সামনে এল বিজ্ঞানের ইতিবাচক দিক৷ নতুন উদ্ভাবনের কথা জানালেন বিজ্ঞানীরা৷ জানা গেল, সেই উদ্ভাবনটির দৌলতে আগে থেকেই জানা যাবে হার্ট অ্যার্টাকের সম্ভাবনা৷
অতীতে বহুবার গবেষণা হয়েছে বিষয়টি নিয়ে। সামনে এসেছে অজানা তথ্য৷ সম্প্রতি,বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক উন্নত প্রযুক্তিতে তৈরি স্ক্যান৷ যেটিই সাধারণ মানুষকে এই আকস্মিক ব্যাধির প্রকোপ সর্ম্পকে সর্তক করবে৷
হার্ট অ্যার্টাকের বিভিন্ন কারণ উঠে এসেছে বিজ্ঞানীদের নতুন এই গবেষণায়৷ রক্ত চলাচলের পথে রক্ত জমাট বেঁধে স্বাভাবিক রক্ত চলাচলে বাধার সৃষ্টি করলে হতে পারে হার্ট অ্যার্টাক৷ পুরুষ এবং নারী বিশেষে হার্ট অ্যার্টাকের লক্ষণ আলাদা আলাদা রকমের হয়ে থাকে৷ তবে সাধারণ লক্ষণগুলি হল চেস্ট পেন, অস্বস্তি, ক্লান্তি, অস্বাভাবিক হার্টবিট, হাত গলা ঘাড়ে যন্ত্রণা ইত্যাদি৷ সঠিক কোন কারণটি হার্ট অ্যার্টাকের জন্য দায়ী, বিষয়টি নিয়ে এখনও দ্বিধায় বিশেষজ্ঞরা৷
গবেষকরা জানিয়েছেন, সাধারণ রিডিংযুক্ত মানুষের থেকে অস্বাভাবিক এফএআই রিডিং যুক্ত মানুষদের মারাত্মক হার্ট অ্যার্টাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় নয় গুণ বেশি৷ নয়া এই উদ্ভাবনটি সর্বাধিক ঝুঁকিতে থাকা রোগীদেরকে চিহ্নিতকরণে সাহায্য করবে বিশেষজ্ঞদের৷
যার ফলে আরও বেশি কিছু প্রাণকে বাঁচানো সম্ভব হবে৷ সারা বিশ্বে বেশীরভাগ মৃত্যুর জন্য দায়ী দুটি রোগ, হার্ট অ্যার্টাক এবং স্ট্রোক৷ গবেষকরা আশা করছেন, নতুন এই প্রযুক্তি প্রাথমিকভাবে হার্ট অ্যার্টাকের প্রবণতাকে প্রতিরোধে সাহায্য করবে৷

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় সেই সুপারভাইজার আটক

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের কাছে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার এরশাদকে (৪০) আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক আলম খন্দকারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আটক বাসের হেলপার নাজমুলের জবানবন্দির পর পালিয়ে থাকা সুপারভাইজারকে আটক করা হয়। সোমবার সকালে কালিহাতী উপজেলার বেনুকুশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়। পরে তাকে ৫দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামীকাল মঙ্গলবার তার রিমান্ড শুনানি হবে।
এদিকে, আদালত আজ সোমবার ভিকটিমকে তার ভাইয়ের আবেদনের পরিপেক্ষিতে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান তার ভাইয়ের জিম্মায় দেয়ার আদেশ দেন।
পুলিশ জানায়, এরশাদ এজহারভুক্ত আসামি না, তবে হেলপার নাজমুলের জবানবন্দীর পর তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হবে। এর আগে ৩১ আগস্ট শুক্রবার গ্রেফতারকৃত বাসের হেলপার নাজমুল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন বাস চালক আলম খন্দকার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সেই সময় সুপারভাইজার এরশাদও এই কাজে জড়িত থাকার কথা বলে। 
এদিকে, এই ভিকটিমের পরিচয় পাওয়া গেছে। ভিকটিমের বাড়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুড়িপুর গ্রামে। ঈদের আগে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে ঈদের ২৩ আগস্ট নিখোঁজ হয়। পরে তার বড় বোন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাস স্ট্যান্ডে একটি বাসের ভিতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের চালকের সহকারী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন (শুক্রবার) বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও আটককৃত নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় চালক আলম খন্দকারের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগ আনা হয়।
শুক্রবার সন্ধ্যায় নাজমুলকে ওই মামলায় টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এসময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান তার জবানবন্দি লিপিবদ্ধ শেষে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ব্রাজিলের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনিরো শহরে অবস্থিত দেশটির জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। দিনের শেষে জাদুঘরটি বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরই আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছেন। তবে আগুনে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রাজিলের টেলিভিশনে প্রকাশিত খবরে দেখা যায়, জাদুঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রকাণ্ড আগুন। পুরো জাদুঘর ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
চলতি বছরের শুরুর দিকেই জাদুঘরটি তার ২০০ বছর পূর্তি উদযাপন করে। জাদুঘরে দেশটির সবচেয়ে পুরাতন বৈজ্ঞানিক গবেষণাগার ছিল। জাদুঘরের সংরক্ষণে ২ কোটির বেশি প্রাচীন ও ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল।  
জাদুঘরটি এক সময় পর্তুগিজ রাজ পরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। 
সূত্র : বিবিসি

Sunday, September 2, 2018

বাংলাদেশের সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনকে ধর্ষণ

ঢাকা জেলার সাভারে পৃথক পৃথক স্থানে গত ২৪ ঘণ্টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনকে ধর্ষণ এবং এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে এক নারীকে বোন ডেকে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় রবিবার সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা। 
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির, ভুক্তভোগী মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বখাটে মো. খায়রুলকে (৪৮) আটক করেছে পুলিশ। আটক খায়রুল রংপুর জেলার মিঠাপুকুর থানার জাবেদ আলীর ছেলে এবং সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার আব্দুল মাজেদের বাড়িতে ভাড়া থেকে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে। 
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পেশায় পরিবহন শ্রমিক বখাটে খায়রুলের গ্রামের বাড়ি মিঠাপুকুরে। সেই সুবাদে বাক প্রতিবন্ধী তরুণীর (১৪) মাকে বোন ডেকে নিয়মিত আসা-যাওয়া করতো। সম্প্রতি ওই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করলে মূলত এরপরই বিষয়টি সবার জানাজানি হয়। 
মোহসীনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খায়রুল বিষয়টি স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হবে। 
অন্যদিকে সকালে সাভারের গেন্ডা এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। পরে ওই গৃহবধূ ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানায়। এছাড়া রাতে সাভারের নিমেরটেক এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ করে সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এই ঘটনার ৪ আসামীর মধ্যে আকাশ নামে এ  যুবককে আটক করেছে।
এদিকে, সাভারের ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক শিপনের বিরুদ্ধে। বিষয়টি প্রতিবাদ করায় উল্টো শিশুটির বাবাকে হত্যার হুমকি দিয়েছে বাড়ির মালিক ও ধর্ষকের পরিবারের সদস্যরা। এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেনম, এঘটনায় সাভার মডেল থানায় চারটি মামলা দায়েরের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর্জেন্টিনায় বিয়ে করছেন টাইটানিক অভিনেতা ডিক্যাপ্রিও!

লিওনার্দো ডিক্যাপ্রিও। হলিউডের অস্কার জয়ী অভিনেতা। 'দ্য রেভেনান্ট' মুভির জন্য ২০১৬ সালে অস্কার জিতেন তিনি। তবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন 'টাইটানিক' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এবার বিয়ে করতে চলেছেন ডিক্যাপ্রিও। কনের নাম কামিলা মোহনে। 
গুঞ্জন শোনা যাচ্ছে, আর্জেন্টিনার এই মডেলের সঙ্গে ৮ মাসের প্রেম চলছে ডিক্যাপ্রিওর। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তার কাছের মানুষদের ভাষ্য, প্রেমের ব্যাপারে নাকি দুজনই খুব সিরিয়াস। তারা বিয়ের বিষয় নিয়েও ভাবছেন।
এর আগেও অবশ্য ব্রাজিলের মডেল জিজালে বানচেনের সঙ্গে লিওর প্রেমের গুঞ্জন শোনা যায়। জিজালে বিয়ে করতে রাজি থাকলেও ডিক্যাপ্রিওই নাকি পিছিয়ে যান।
জানা গেছে, এখন লিও-কামিলা ইউরোপে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ২১ বছর বয়সী মডেল-অভিনেত্রী কামিলা বিয়েতে তার পরিবারের তরফ থেকেই নাকি সায় রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘টাইটানিক’। এর পরিচালক, লেখক ও সহপ্রযোজক বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।
এর জ্যাক চরিত্রে লিওনার্ডো ডিক্যাপ্রিওর অভিনয় লাখো তরুণীর হৃদয় কেড়ে নেয়। বিশেষ করে ছবির শেষে তার মৃত্যু আজো সহজভাবে মেনে নিতে পারেনি সিনেমাপ্রেমী মানুষ।
২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি। ১১টি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জিতে নেয় এবং সর্বকালের সবচেয়ে বেশি উপার্জন করা ছবির তালিকায় স্থান দখল করে।

কাকে বিয়ে করছেন মেহজাবিন, অপূর্ব না নিরব?


সংগীতশিল্পী মিনারের গানের ভিডিওতে মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় তিন শিল্পী অপূর্ব, মেহজাবিন ও নিরব। ত্রিভুজ প্রেমের গল্পের এই ভিডিওতে যেখানে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবিনের। অন্যদিকে, এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব।
শনিবার গানের ভিডিওটি প্রকাশ করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে ব্যপক সাড়া মিলছে।
এ মিজানের লেখায় গানটির সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি মূলত ব্যবহার হয়েছে মূলত জাকারিয়া সৌখিন নির্মিত বাংলা ভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে। 

তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেওয়া ঠিক হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাড়াহুড়ো করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটা অনুশীলনের ব্যাপার।
নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি থিন কিয়াও'র সঙ্গে আলোচনা হয়েছে, তবে মিয়ানমার যা বলে তা করে না। 
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা কোর্ট (আদালত) দিয়েছেন। তাই তার মুক্তি কোর্টের মাধ্যমে আনতে হবে। অন্যথায়, তার দ্রুত মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। 
তিনি আরও বলেন, মামলা কিন্তু আমরা দেইনি। উনাদেরই পছন্দের ফখরউদ্দিন ও মঈনউদ্দিন সাহবের আমলেই এই মামলাটি হয়েছিল। মামলাটি কিন্তু আমরা করেনি।
প্রধানমন্ত্রী বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী, নেপালের প্রধানমন্ত্রী শর্মা অলি, ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা শেরিং ওয়াংচুকসহ অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরেন। উল্লেখ করেন এসব বৈঠকে আলোচনার বিষয়াদিও।
বিমসটেক সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী। দুই দিনের সফর শেষে শুক্রবার (৩১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে দেশে ফেরেন তিনি।

বিশ্ব নেতৃত্বে সম্ভাবনাময় অর্থনীতির দেশ ব্রাজিল ।

বিশ্ব অর্থনীতিতে ঘটনাবহুল একটি বছর শেষ হতে চলেছে । বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোতে অর্থনৈতিক টানাপড়েন চলেছে বছরের প্রায় পুরোটা সময়জুড়ে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে উন্নত ও উদীয়মান দেশগুলোর অর্থনীতিতে। বিশ্বজুড়ে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে শ্লথ গতি দেখা গেছে। মূল্যস্ফীতি ও বেকারত্বের কারণে বৃহৎ অর্থনীতির দেশগুলো এখনও ধুকছে। খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে প্রায় সব অঞ্চলের অর্থনীতিতে। ব্যাংকিং খাতেও দূরবস্থা ছিল প্রায় বছরজুড়ে। যুক্তরাষ্ট্রে শতাধিক ব্যাংক বন্ধ হয়ে গেছে। ইউরোপ ও এশিয়ায় বৃহৎ ব্যাংকগুলো কর্মী ছাঁটাই করেও নাজুক পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। বিনিয়োগ ও মুদ্রাবাজারের অস্থিরতা নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বছরজুড়ে বিনিয়োগকারীদের আস্তাহীনতা কাটাতে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আরেকটি বিশ্ব মন্দার সতর্কতা ব্যক্ত করেছেন।
ঘটনাবহুল এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও সার্বভৌম ঋণমানের অবনমন, গ্রিসের দেউলিয়া হওয়ার ঘটনায় ইউরোপের অর্থনৈতিক বিপর্যয়, জাপানের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ধ্বংসযজ্ঞ, আরব বসন্ত, স্বর্ণের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, করপোরেট জগতের আইকন স্টিভ জবসের মহাপ্রয়াণ বছরজুড়ে নাড়া দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। এরই মাঝে আশার সংবাদ হয়ে দেখা দিয়েছে উন্নত অর্থনীতির দেশগুলোর বিপরীতে সম্ভাবনাময় দেশগুলোর উঠে আসা। দুই বছর আগের বিশ্ব মন্দা থেকে উত্তরণের পথে সম্ভাবনাময় দেশগুলো যে ভূমিকা রেখেছিল এবারও চলমান অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলায় এ দেশগুলোর সামনে থেকে নেতৃত্ব দেবে বলে অনেকের অভিমত। এটির ওপর ভিত্তি করে বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্রও পরিবর্তিত হচ্ছে বলে অনেকের দৃঢ় বিশ্বাস।
সম্ভাবনাময় ও উদীয়মান দেশগুলোর শীর্ষে থাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, ল্যাটিন আমেরিকার সম্ভাবনাময় অর্থনীতির দেশ ব্রাজিল, আফ্রিকা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশগুলো বিশ্ব অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিও চলমান পরিস্থিতিতে এখন এশিয়া, ব্রাজিল ও আফ্রিকামুখী হচ্ছে। বিশ্ব অর্থনীতির কেন্দ্র হিসেবে এ দুটি অঞ্চলের বিনিয়োগকারীরাও ছড়িয়ে পড়তে শুরু করেছে এসব দেশে।
ব্রাজিল তার ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকট এবং জনগণের ওপর এর সামাজিক প্রভাবে ঘোর সংকটকাল অতিবাহিত করছিল। এমন সংকটের মুখোমুখি হয়ে আমি জনগণের আস্থা অর্জনের আগেই পরিবর্তনের রৃপরেখা পেশ করলাম। রৃপরেখাটি গত ৩০ বছর ধরে চলা রাজস্ব ভারসাম্য স্তম্ভ, সামাজিক দায়িত্ব এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর ভিত্তি করে গঠিত। 


এর ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান। ব্রাজিল এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে এবং শেষ দুটি ত্রৈমাসিকে পরপর ব্রাজিলের অর্থনীতি লক্ষণীয়ভাবে উন্নতি করেছে। কিছু বিশেল্গষক ২০১৭ সালে জিডিপিতে ১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। ২০১৬ সালের মে মাসে মুদ্রাস্টম্ফীতি যেখানে ছিল ১০ শতাংশ, তা লক্ষ্যমাত্রার নিচে এসে দাঁড়িয়ে সেপ্টেম্বর ২০১৭ সালে লিপিবদ্ধ হয় ২.৫৪ শতাংশ। প্রকৃতভাবে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়ে ৬ শতাংশ মজুরি বেড়েছে। মে মাসের জন্য সুদহার ছিল ১৪.২৫ শতাংশ এবং এটা একটি টেকসই পদ্ধতিতে কমানো হয়েছে। সেলিক (SELIC) হার বর্তমানে ৭.৫ শতাংশ, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন এবং ব্যাংকের ব্যাপ্তি যথেষ্ট কমানো হয়েছে। এই সুদহার কমার ফলে জনগণের কোষাগারে অতিরিক্ত ৮০ বিলিয়ন রিয়েল (১৮.৫ বিলিয়ন পাউন্ড) যোগ হয়। 

আমাদের বাণিজ্য ভারসাম্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। ব্রাজিল জানুয়ারি ও অক্টোবর ২০১৭-এ ৫৮.৪৭৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য উদ্বৃত্তিতে পৌঁছেছে (২০১৬ সালের একই সময়ের তুলনায় ৫১.৮ শতাংশ বেশি)। একই সময়ের তুলনায় শিল্প উৎপাদন ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে (মে ২০১৬ সালে এটির ৯.৮ শতাংশ পতন হয়েছিল)। ২০১৬ সালে গাড়ি রফতানি ৫৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৭ সালে মোট উৎপাদন ইতিমধ্যে পৌঁছেছে ৫৬০ হাজার ইউনিটে। 

২০১৬ সালের তুলনায় অভ্যন্তরীণ বাজারে নতুন গাড়ি বিক্রির পরিমাণ ৯.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রাজিলের ফসল উৎপাদন ইতিহাসে সর্বোচ্চ ২৪২ মিলিয়ন টনে উন্নীত হয়েছে, যা গত ২০১৬ সালের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রাজিলীয় অর্থনীতির উত্তরণের প্রতিফলন হিসেবে, ২০১৭ সালে নৌবন্দর ব্যবহার ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অভ্যন্তরীণ বিমান পরিবহন সেপ্টেম্বর ২০১৬-এর তুলনায় ৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

ব্রাজিলের অর্থনীতির বিশ্বাস পুনরুদ্ধারের মূলে রয়েছে এই সুনীতিসম্পন্ন চক্র। বিজনেস কনফিডেন্স ইনডেক্স ৯০.৩ পয়েন্টে পৌঁছেছে, যা ২০১৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। ব্রাজিলে ঝুঁকি (এমারজিং মার্কেট বন্ড ইনডেক্স-ইএমবিআই) ৫৪৪ বেস পয়েন্ট (জানুয়ারি ২০১৬) থেকে ২৩৯ বেস পয়েন্টে নেমেছে (অক্টোবর ২০১৭), যা কার্যকরী বিস্তার থেকে ৫৬.১ শতাংশ হ্রাস পেয়েছে। এ ছাড়াও পাঁচ বছরের ৩২৮ বেস পয়েন্টে থাকা ক্রেডিট ডিফল্ট সোয়াপটি বর্তমান সময়ে ১৭৩.৫-তে নেমে এসেছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে আইবিওভিএসপিএ সূচক ৭৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে, যা ২০১৬ সালের জানুয়ারিতে ছিল ৩৮ হাজার পয়েন্ট। ২০১৭ সালের প্রথম সেমিস্টারে মোট সমীক্ষার পরিমাণ ৪০.৩ বিলিয়ন মার্কিন ডলার (২০১৬ সালে ৭৮.৯ মার্কিন ডলার)। প্রি-সল্ট নতুন নিয়ন্ত্রক মডেলের অধীনে অনুষ্ঠিত শক্তি নিলামগুলো, ২২ বিলিয়ন রিয়েলে (প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) উত্থিত হয়েছে। শুধু জ্বালানি খাতে, পরবর্তী কয়েক বছরে ৪৪৪ বিলিয়ন রিয়েল (১০২.৯ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) বিনিয়োগ আশা করা হচ্ছে, যা ৫০০ হাজার নতুন কাজের ক্ষেত্র তৈরি করবে। 


অর্থনৈতিক যুক্তিযুক্ততা এবং পূর্বাভাসের ব্যবস্থাগুলো ব্যবসার পরিবেশকে উন্নত করেছে। ফলে কৃষি, সেবা, খুচরা ও বিদেশি বাণিজ্য খাতে উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য নিরসন হচ্ছে। রাষ্ট্রীয় উদ্যোগ দায়বদ্ধতা আইন রাষ্ট্র উদ্যোগের পেশাদারিত্ব আনয়নে সক্ষম হয়েছে। অতীতে নিন্দিত হলেও রাষ্ট্রীয় উদ্যোগ এখন ফিরে পাচ্ছে তার মর্যাদা। ২০১৫ সালে ৩২ বিলিয়ন রিয়েল ক্ষতি (৭.৪ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) ২০১৬ সালে ৪.৬ বিলিয়ন রিয়েল (০.২ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) লাভে গিয়ে দাঁড়ায় এবং ২০১৭ সালের প্রথমার্ধে লাভ গিয়ে দাঁড়ায় ১৭.৩ বিলিয়ন রিয়েল (৪ বিলিয়ন পাউন্ড স্টার্লিং)। উৎপাদনশীলতাকে লক্ষ্য বানিয়ে একটি কর্মসংস্থান সংশোধন পাস করা হয়েছে। অধিকার পরিবর্তন না করেই আইনের আধুনিকায়ন করা হয়েছে এবং শ্রমিকদের কালো বাজার অর্থনীতি থেকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে আনা হয়েছে। 

এই কর্মসূচির সাফল্য ইতিমধ্যে কর্মসংস্থান পুনরুদ্ধারের মধ্যে প্রতিফলিত হয়েছে কর্মসংস্থান সূচক বৃদ্ধির সঙ্গে সঙ্গে। কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাধারণ রেজিস্ট্রারের (ক্যাগেড-এমটিই) পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি ও মে ২০১৬-এর মধ্যে ৪৪৮ হাজার ছাঁটাইয়ের তুলনায় ২০১৭ সালে ১৬৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্রাজিলের ভূগোল ও পরিসংখ্যানের (আইবিজিএ) পরিমাপের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের তৃতীয় ত্রৈমাসিকে ব্রাজিলে ১,০৬১ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ৫২৪ হাজারেরও বেশি লোকের মধ্যে বেকার সংখ্যা রদ করা হয়েছে। ২০১৬ সালের একই সময়ের তুলনায় ২০১৭ সালের তৃতীয় কোয়ার্টারে কর্মচারী বাস্তব গড় আয় ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থিক দায়বদ্ধতার পুনর্বহাল সামাজিক কল্যাণে বরাদ্দকৃত সম্পদ বৃদ্ধি করেছে। সামাজিক কল্যাণ কর্মসূচি, যা আগে রাজস্ব পতনের কারণে ঝুঁকির মুখে পড়েছিল, সংবিধানের অধীনে জনকল্যাণকর কাজে খরচে দক্ষতার কারণে তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বলসা ফিমিলিয়া কার্যক্রমের উপকারিতা বাড়িয়ে ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে (দুই বছরের বেশি সময় পর কোনো সমন্বয় ছাড়াই) এবং অপেক্ষমাণ তালিকাগুলো নিঃশেষ হয়ে গেছে। সরকার আরও অগ্রসর হয়েছে এবং প্রোগ্রেডির (এগিয়ে যাওয়া) প্রোগ্রাম চালু করেছে, যা কর্মসংস্থান ও ঋণ গ্রহণের জন্য পরিবারকে সুবিধার জন্য সহায়তা করে এবং যেমন স্বায়ত্তশাসন অর্জনের জন্য। আমি সাহসিকতার সঙ্গে অপ্রচলিত FGTS অ্যাকাউন্ট চালু করেছি এবং PIS-PASEP তোলার উন্নতি করেছি, যা লাখ লাখ ব্রাজিলিয়ানের উপকার করে এবং ৬০ বিলিয়ন রিয়েল অর্থনীতির মধ্যে অনুপ্রবেশ করে। 

স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাজেট বেড়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার যৌক্তিকীকরণ অপরিহার্য পরিসেবাগুলোর জন্য আরও সম্পদ নিয়ে এসেছে। ৪ বিলিয়ন রিয়েল সরঞ্জাম ক্রয়ের জন্য পুনর্নির্দেশ, নতুন স্বাস্থ্যসেবা ইউনিট খোলা এবং নতুন কর্মীদের নিয়োগের জন্য ব্যয় করা হয়েছে। ফার্মাসিয়া পপুলার (কম খরচে ফার্মেসি) কার্যক্রম প্রশাসনের খরচের ৮০ শতাংশ বাজেট ব্যয় করেছে। একটি নতুন বরাদ্দকরণ ব্যবস্থা ১০০ মিলিয়ন রিয়েল/বছর দ্বারা অপরিহার্য ওষুধ কেনার জন্য সম্পদ বৃদ্ধি করেছে শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক-মাধ্যমিক সংস্কার শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র দক্ষতা এবং কর্মসংস্থানের বাজারের বাস্তবায়নের জন্য পাঠ্যক্রম হালনাগাদ করেছে। শিক্ষার্থী অর্থায়ন তহবিল (FIES) ৭৫ হাজার নতুন গবেষণা স্থান প্রদানের পুনর্স্বাক্ষর করা হয়েছে এবং যা এই খাতকে আরও শক্তিশালী করেছে। একইভাবে সম্পদ স্থানান্তরের মধ্যে বিলম্ব এড়ানোর মাধ্যমে আরও ৭০০ মিলিয়ন রিয়েল এই তহবিল বরাদ্দ করা হয়। জিওস্টেশনারি স্যাটেলাইট চালু হওয়ার পর, ব্রাজিলের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রবেশের সার্বজনীনকরণের পথে একটি দৃঢ় পদক্ষেপ গৃহীত হয়েছে। 

ফলাফল দেখা যায়, সরকার দ্বারা পরিচালিত এবং বাস্তবায়িত কৌশলটি ছিল সঠিক এক কৌশল। আমরা অর্থনৈতিক সংকটকে ত্যাগ করে উন্নয়নের পথে ফিরে এসেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নষ্ট করার মতো কোনো সময় নেই। তাই সংস্কারের রৃপরেখার অনুমোদনকে ত্বরান্বিত করা হবে। পরবর্তী ধাপ হবে সংস্কারের ধারাবাহিকতা, যা সচ্ছলতা এবং বেঁচে থাকা নিশ্চিত করবে অগ্রাধিকার ছাড়াও। ট্যাক্স আইন সহজিকরণ, অন্যান্য অগ্রাধিকার, আমাদের দেশীয় উৎপাদনের প্রতিযোগিতামূলক বৃদ্ধি করবে। ন্যাশনাল কংগ্রেস, শ্রমিক এবং ব্যবসায়িক সম্প্রদায়ের অপরিহার্য সমর্থন নিয়ে আমরা ব্রাজিলকে উন্নয়নের পথে নিয়ে এসেছি।

প্রেসিডেন্ট, সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল

Saturday, September 1, 2018

কাতারকে বিচ্ছিন্ন দ্বীপ বানাতে সীমান্তে খাল কাটছে সৌদি আরব!


কাতারকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্রে পরিণত করতে একটি খাল কাটার পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারের সঙ্গে যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের মারাত্মক দ্বন্দ্ব চলছে তখন সৌদি সরকার এই পরিকল্পনা নিলো।

শুক্রবার সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের শীর্ষ উপদেষ্টা সাউদ আল-কাহতানি টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, ‘একজন নাগরিক হিসেবে আমি অধীর আগ্রহ নিয়ে ‘পূর্ব সালওয়া দ্বীপ প্রকল্প’ বাস্তবায়নের অপেক্ষা করছি। এই মহান ও ঐতিহাসিক প্রকল্প মধ্যপ্রাচ্যের ভৌগোলিক মানচিত্রকে পরিবর্তন করে দেবে।’

গত এপ্রিল মাসে এই প্রকল্পের কথা প্রথম প্রকাশ করে সৌদি গণমাধ্যম। সে সময় আরবি ভাষার অনলাইন পত্রিকা ‘সাবকা’ জানিয়েছিল, এই খালের দৈর্ঘ্য হবে ৬০ কিলোমিটার, প্রস্ত হবে ২০০ মিটার এবং ২০ মিটার গভীর হবে। কাতার সীমান্ত থেকে ৯৬৫ মিটার বা এক কিলোমিটারেরও কম দূরত্বে এই প্রকল্পের কাজ শুরু করবে সৌদি আরব।


এই খালে সৌদি আরব একটি পর্যটন রিসোর্ট এবং একটি পরমাণু বর্জ্যের ডাম্পিং কেন্দ্র বানাবে। প্রকল্পটি বাস্তবায়নে ৭৪ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হবে। গত জুন মাসে দি মক্কা পত্রিকা জানিয়েছিল, পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি সরকার এবং এরইমধ্যে আন্তর্জাতিক পাঁচটি কোম্পানি দরপত্রে অংশ নিয়েছে। বিজয়ী কোম্পানির নাম ঘোষণা করা হবে চলতি সেপ্টেম্বর মাসে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হতে যাচ্ছে!


কুয়ালালামপুর: মালয়েশিয়া সরকার দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের দিকে যাচ্ছে। এর ফলে আতঙ্কে রয়েছেন সেখানে কাগজহীন অবস্থায় থাকা প্রায় ৫ লাখ বাংলাদেশি। দেশব্যাপী অভিযানের প্রথম দিনে অন্তত ৩৬০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।
গত ৩০ আগস্ট সাধারণ ক্ষমা কর্মসূচি শেষ হওয়ায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কাগজহীন অভিবাসীদের ধরতে দেশব্যাপী এই অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
কুয়ালালামপুরের অভিবাসন গবেষক আবু হায়াত বলেন, ‘আমি সাইবারজায়াতে গিয়েছিলাম। সেখানে অনেক নির্মাণকাজ চলছে। সেখানে দেখেছি কাগজহীন বাংলাদেশি, নেপালি এবং ইন্দোনেশীয় শ্রমিকরা বেশ আতঙ্কে রয়েছেন। এমনকি, তারা ঘর থেকেও বের হচ্ছেন না।’
তিনি জানান, যেসব শ্রমিকের কাজের অনুমতি রয়েছে তারাও আতঙ্কিত। কেননা, কাগজ রয়েছে এমন ব্যক্তিদেরকেও গ্রেপ্তার করার অনেক ঘটনা রয়েছে। পুরো মালয়েশিয়া জুড়েই এমনটি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এক বছর আগে শুরু হওয়া সাধারণ ক্ষমা কর্মসূচিতে বলা হয়েছিলো মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীরা ৩০০ রিঙ্গিত বা ছয় হাজার টাকা জরিমানা দিয়ে এবং আরও ১০০ রিঙ্গিত ফি দিয়ে নিজ দেশে ফেরার বিশেষ অনুমতি লাভ করতে পারবেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তোফার আলি বিভাগের ফেসবুক পেজে গত ৩০ আগস্ট বলেন, ‘সাধারণ ক্ষমার দিন বাড়ানো হবে না। অবৈধ অভিবাসীদের ধরতে শুক্রবার (৩১ আগস্ট) থেকে আমরা সাঁড়াশি অভিযানে যাবো। আমরা তাদেরকে এই কর্মসূচির সুবিধা নেওয়ার জন্যে যথেষ্ট সময় দিয়েছি।’
আবু হায়াত জানান, গতকাল (৩১ আগস্ট) ছিলো মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। তাই আজ (১ সেপ্টেম্বর) থেকে অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন সিন্ডিকেট বিদেশি শ্রমিকদের ‘আধুনিক দাস’ হিসেবে ব্যবহার করে থাকে। ‘অপারেশন মেগা ৩.০’ নামের এই অভিযান মাধ্যমে তাদেরকে পাকড়াও করা হবে। দেশটিতে প্রায় ৫ লাখ বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় রয়েছে বলে জানান যায়।
মালয়েশিয়ার জোহর বারুতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ জিন্নাত জানান, তিনি তার কাগজ নবায়নের জন্যে ৭,০০০ রিঙ্গিত এক এজেন্টকে দিয়েছেন ১০ মাস আগে। কিন্তু, এখনো সেই কাগজ হাতে পাননি।
তিনি বলেন, ‘আমি কয়েকদিন থেকে সেই বাংলাদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।’ এ নিয়ে তার আতঙ্কের কথাও জানান জিন্নাত।
অভিবাসন মহাপরিচালক জানান, গত জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত পরিচালিত ৯,২০০ অভিযানে অন্তত ২৮ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসী এবং ৭৯৯ চাকরিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশিয়ায় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি বাংলাদেশি হতে পারেন।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, অনেক শ্রমিক আদম পাচারকারীদের প্রতারণার শিকার। তারা শ্রমিকদের কোন বৈধ কাগজ দিচ্ছে না। এছাড়াও, বিভিন্ন শোষণ-বঞ্চনার কারণে অনেক বৈধ শ্রমিক কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
কুয়ালালামপুর-ভিত্তিক অভিবাসী অধিকার সংস্থা তেনাগানিতা-র পরিচালক আজিলি ফার্নান্দেজ টমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, ‘সরকার এই শ্রমিকদের প্রতারণার শিকার হিসেবে দেখছে না। তাদেরকে দেখছে অবৈধ শ্রমিক হিসেবে। এটা ঠিক হচ্ছে না।’
আজিলির প্রশ্ন- এই দেশ গঠনে যে শ্রমিকদের এতো অবদান তাদেরকে কেনো খুঁজছে সরকার? প্রকৃত অপরাধীদের কেনো খোঁজা হচ্ছে না?
তিনি জানান, কাগজপত্রহীন শ্রমিকদের কখনো কারাগারে পাঠানো হয়, কখনো তাদের বেত্রাঘাত করা হয়। তাদের ওপর ‘অত্যাচার’ করা হয়। আর শেষে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়।
তেনাগানিতা-র নির্বাহী পরিচালক গ্লোরিনি দাশ এক ইমেল বার্তায় এই সংবাদদাতাকে বলেন, এমন অমানবিক ধরপাকড়ে কোনো সুফল মেলে না। সবসময়ই তা ব্যর্থ হয়েছে।
তার মতে, অবৈধ শ্রমিকদের সংখ্যা যদি ৫০ লাখ হয় তাহলে তাদের থাকা-খাওয়া বাবদ যে খরচ হবে তা কল্পনাতীত। এতে আরও নির্যাতন, দুর্নীতি ও অদক্ষতার উদাহরণ সৃষ্টি করবে।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates