বিকল্প ধারার মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ২৭ সেপ্টেম্বর সকালে দুদকে হাজির হতে সোমবার নোটিশ দেন সংস্থাটির উপপরিচালক এসএম সাহিদুর রহমান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর মান্নানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানির (বিএফআইসি) চেয়ারম্যান থাকাকালীন ঋণের আড়ালে ওই প্রতিষ্ঠান থেকে ৫১৮ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তার বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০১৬ সালে। কিন্তু অনুসন্ধানটি গতি পেয়েছে সম্প্রতি। দুদকের নোটিশে মেজর মান্নানকে হাজির হওয়ার সময় অভিযোগ সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
No comments:
Post a Comment