Social Icons

Wednesday, September 26, 2018

মালদ্বীপে ক্ষমতা ধরে রাখতে চায় ইয়ামিন সরকার

মালদ্বীপের বিরোধী জোট অভিযোগ করেছে, প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। চলতি সপ্তাহের নির্বাচনে তিনি পরাজয় স্বীকার করেও এমন চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এদিকে চীন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কড়া সমালোচনা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র
 
মালদ্বীপে বিরোধী জোটের মুখপাত্র আহমেদ মাহলুফ গতকাল বুধবার বলেন, সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ইয়ামিন ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। এছাড়া তিনি চূড়ান্ত ফল প্রকাশে বিলম্ব ঘটানোরও চেষ্টা করছেন। ইয়ামিন তার প্রতি অনুরক্ত পুলিশ কর্মকর্তা খুঁজছেন এবং গোয়েন্দা রিপোর্ট তৈরির চেষ্টা করছেন যাতে বলা হবে নির্বাচনে কারচুপি হয়েছিল। এই বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
নিজেদের অর্থায়নে পরিচালিত মালদ্বীপে বিভিন্ন প্রকল্পের সমালোচনা করায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কড়া সমালোচনা করেছে চীন। ‘ভারতপন্থি’ নাশিদের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে চীন বলেছে, কোনো এক ব্যক্তির বক্তব্যে তাদের ভয় দেখানো যাবে না। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং জয়ী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগন তাদের পছন্দ অনুযায়ী ভোট দিয়েছে। আশা করি দেশটিতে স্থিতিশীলতা বিরাজ করবে। এই সময় তিনি নাশিদের সমালোচনা করেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates