Saturday, November 17, 2018
বলিভিয়ায় বাংলাদেশি মানব পাচারকারী ইকবাল ইন্টারপোল পুলিশের হাতে গ্রেফতার ।
মানব পাচারের দায়ে বলিভিয়ায় ইকবাল মিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ।বলিভিয়ার ইন্টারপোল পুলিশের তথ্য অনুযায়ী ইকবাল মিয়ার বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অবৈধ পথে মানব পাচারের যথেষ্ট অভিযোগ রয়েছে ।বর্তমানে ইকবাল মিয়াকে বলিভিয়ার পুলিশ রিমান্ডে নিয়েছে কিছু তথ্য-প্রমাণ যাচাই করার জন্য এবং স্বীকারোক্তির জন্য । সম্প্রতি বলিভিয়ার ইন্টারপোল বাংলাদেশি বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেফতার করে । তারপর থেকে বন্ধ হয়ে যায় বাংলাদেশীদের জন্য পর্ট অফ অ্যারিভাল ভিসা । আমেরিকার চাপে অনেক আগে থেকেই পুলিশ সতর্ক ছিল ইকবাল কে ধরতে । তবে কোন এক বাংলাদেশীর সহযোগিতায় ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয় ইন্টারপোল পুলিশ । ইকবাল এর সাথে সম্পৃক্ত মানব পাচারকারী গ্রুপ কে ধরতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলিভিয়া পুলিশ ।তবে সংশ্লিষ্টদের ধারণা এই ঘটনায় বাংলাদেশীদের জন্য বলিভিয়ায় পোর্ট এন্ট্রি ভিসা বন্ধ হয়ে যেতে পারে চিরতরে ।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment