ব্রাজিলের অন্তত আটটি তেল শোধনাগারে তিনদিনের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। ট্রাকচালকদের দীর্ঘ ধর্মঘটের ক্ষতি থেকে যখন দেশটি উঠে দাঁড়াচ্ছিল, তখনই এ ধর্মঘট শুরু করেন তেল শ্রমিকরা। তবে আশা করা হচ্ছে, শ্রমিকদের এ ধর্মঘটের ফলে তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে না।
ধর্মঘট থেকে পেট্রোবাস অয়েল কোম্পানির প্রধান নির্বাহী পেদ্রো পারেন্তের পদত্যাগ দাবি করা হচ্ছে। ব্রাজিলের সর্বোচ্চ শ্রম আদালত থেকে এটিকে অবৈধ ঘোষণা করে রুল জারি করার পরও শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
শ্রমিক ইউনিয়নগুলোর দাবির মধ্যে আরো আছে, রাষ্ট্রায়ত্ত পেট্রোবাসের বাজারভিত্তিক মূল্য নির্ধারণ নীতিমালা বন্ধ করা। ব্রাজিলের মন্থর অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে ২০১৬ সালে এ নীতি গ্রহণ করেছিলেন মধ্য ডানপন্থী প্রেসিডেন্ট মাইকেল তেমের।
রিও ডি জেনিরোতে একটি সংবাদ সম্মেলনে সিন্দেপেত্রো নর্তে ফ্লুমিনেজ শ্রমিক ইউনিয়ন সমন্বয়ক তেজিউ বেজেরা বলেন, ‘তেল শ্রমিকরা ধর্মঘটে রয়েছেন। জ্বালানির অসামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারব না বলে যারা মনে করেন, তারা ভুল।’
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূলত জ্বালানি ও রান্নার গ্যাসের উচ্চমূল্যের কারণে তেল শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। এখনো তেল সরবরাহ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তবে আগামী মাস থেকে বৃহত্তর ধর্মঘটের সম্ভাবনার কথা জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
No comments:
Post a Comment